নিউইয়র্ক     বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

হঠাৎ পদত্যাগ করলেন ব্রিটিশ মন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২ | ০৫:২০ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ নভেম্বর ২০২২ | ০৫:২০ পূর্বাহ্ণ

ফলো করুন-
হঠাৎ পদত্যাগ করলেন ব্রিটিশ মন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন

ধমক দেওয়া ও উৎপীড়নের অভিযোগ উঠতেই সরকারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন স্যার গ্যাভিন উইলিয়ামসন। ব্রিটিশ এই মন্ত্রী বলেছেন, তিনি ‘যেকোনো অন্যায়’ থেকে নিজেকে পরিষ্কার করতে চান। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বল হয়, গত মাসে একজন টোরি সাংসদকে উৎপীড়নমূলক বার্তা পাঠানোর অভিযোগ রয়েছে স্যার গ্যাভিন উইলিয়ামসনের বিরুদ্ধে। এছাড়া জ্যেষ্ঠ একজন কর্মকর্তাকে ধমকানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে তিনি এসব কিছুই করেননি বলে দাবি করেছেন। উইলিয়ামসন বলেছেন, এই অভিযোগগুলো সরকারের ভালো কাজ থেকে (দুষ্টি অন্যদিকে সরিয়ে) বিভ্রান্তি তৈরি করছে।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, সত্যিকারের দুঃখ নিয়ে সরকার থেকে পদত্যাগ করছেন। তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে পেছনের সারি থেকে সম্পূর্ণ সমর্থন দেবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, তিনি ‘অত্যন্ত দুঃখের সাথে’ তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। স্যার গ্যাভিনকে তার ‘ব্যক্তিগত সমর্থন এবং আনুগত্য’ প্রকাশের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ার করুন