নিউইয়র্ক     শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রীসহ দিল্লির মন্দিরে পূজা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ০১:১৫ পূর্বাহ্ণ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ০১:১৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
স্ত্রীসহ দিল্লির মন্দিরে পূজা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

স্ত্রীকে সঙ্গে নিয়ে মন্দিরে পূজা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ভারতের রাজধানী দিল্লির অক্ষরধাম মন্দিরে পূজা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার স্ত্রী অক্ষতা মূর্তি। জি-২০ সম্মেলনের ফাঁকে সুনাক স্ত্রীকে নিয়ে আজ রোববার সকালে মন্দিরে গেছেন। খবর এনডিটিভির।

এদিন সকালে খালি পায়ে সুনাক ও অক্ষতাকে মন্দিরে পূজা দিতে দেখা গেছে। দিল্লিতে নেমেই সুনাক জানিয়েছিলেন, তিনি আশা করছেন দিল্লির কিছু মন্দির ও তাদের দুইজনের পছন্দের রেস্তোরাঁয় যাবেন। পরিকল্পনা মতোই আজ অক্ষরধাম মন্দিরে গেলেন ভারতের শিল্পপতি নারায়ণ মূর্তির জামাই সুনাক।

ব্রিটিশ প্রধানমন্ত্রী এ মন্দির সফর ঘিরে সকাল থেকে সংলগ্ন এলাকা ও মন্দিরে নিরাপত্তা জোরদার করা হয়। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তার প্রথম ভারত সফর। ভারত সফরে এসে সুনাক জানান, তিনি ‘গর্বিত হিন্দু’। ভারতীয় বংশোদ্ভূত সুনাক আরও জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তার ‘অপরিসীম শ্রদ্ধা’ রয়েছে।

শেয়ার করুন