নিউইয়র্ক     শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুদান থেকে দেশে ফিরলেন ১৩৫ প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৩ | ০৩:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ মে ২০২৩ | ০৩:৪৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
সুদান থেকে দেশে ফিরলেন ১৩৫ প্রবাসী

যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে সোমবার সকালে বাংলাদেশে ফিরেছেন ১৩৫ সুদান প্রবাসী বাংলাদেশি। সুদান থেকে সৌদি বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে জেদ্দায় পৌঁছেন বাংলাদেশি প্রবাসীরা।

এর আগে রোববার ৭ মে জেদ্দা বিমানবন্দরে তাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। তিনি জানান, জেদ্দা পৌঁছানোর পর স্থানীয় সময় রাত ১টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে রওনা দেন। সোমবার সকালে তারা ঢাকা পৌঁছান।

সুদানে প্রায় এক হাজার ৫০০ বাংলাদেশি নাগরিক বসবাস করেন। এর মধ্যে যারা দেশে আসতে নিবন্ধন করেছেন, পর্যায়ক্রমে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট এ ব্যাপারে সব প্রস্তুতি নিয়েছেন বলেও জানানো হয়। সূত্র : যুগান্তর

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন