নিউইয়র্ক     শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুদানে বিমান হামলায় ২৫ বেসামরিক নিহত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৫৫ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৫৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
সুদানে বিমান হামলায় ২৫ বেসামরিক নিহত

খার্তুমের দক্ষিণাঞ্চলে বিমান হামলা হয়েছে। ছবি : টুইটার

সুদানের রাজধানী খার্তুমের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় অন্তত ২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। গতকাল রোববারের ওই হামলায় নিহতের অধিকাংশই খার্তুমের দক্ষিণ-পশ্চিশাঞ্চলের কালাকলা আল-কাব্বার বাসিন্দা।

বিবিসি জানায়, গত ১৫ এপ্রিল সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ দেখা দেয়। দুই বাহিনীর রক্তক্ষয়ী এ লড়াইয়ে এখন পর্যন্ত ৫ হাজার মানুষ নিহত হয়েছে। এ ছাড়া বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে লাখো মানুষ।

সুদানের আকাশপথ নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনী। অন্যদিকে রাজধানীর রাস্তাগুলো আধাসামরিক যোদ্ধাদের দখলে রয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে প্রায়ই বিমান হামলা চালানোর অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, দেশটির পূর্ব দারফুরে জাতিগত সহিংসতায় অনেক মানুষকে হত্যা করেছে আধাসামরিক বাহিনী আরএসএফ। এ অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আরএসএফের বিরুদ্ধে তদন্তও শুরু করেছে। অপরদিকে সেনাবাহিনীর বিরুদ্ধে রয়েছে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। গত ৮ জুলাই তাঁদের বিমান হামলায় অন্তত ২৪ জন বেসামরিক নিহত হয়েছে।

সুদানের ৪ কোটি ৮০ লাখ জনসংখ্যার অর্ধেকেরই এখন মানবিক সহায়তা প্রয়োজন। দুই বাহিনীর মধ্যে লড়াই যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এ পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন