নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুইডেনে বন্দুক হামলায় নিহত ১, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৩ | ০৭:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: ১১ জুন ২০২৩ | ০৭:৪৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
সুইডেনে বন্দুক হামলায় নিহত ১, আহত ৩

বন্দুক হামলার পর জায়গাটি ঘিরে তদন্ত কাজ চালায় পুলিশ। ছবি- এএফপি

সুইডেনে এক বন্দুক হামলার ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোর নিহত ও তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার স্টকহোমে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জানায় দেশটির পুলিশ। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এএফপি জানায়, শনিবার সন্ধ্যার আগে স্টকহোমের দক্ষিণাঞ্চলে গোলাগুলির খবর পায় পুলিশ। তবে কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।

স্টকহোমের পুলিশের মুখপাত্র টোয়ে হ্যাগ বলেন, গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে যে নিহত হয়েছে সে একজন ১৫ বছর বয়সী কিশোর। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এক বিবৃতিতে পুলিশ জানায়, এই ঘটনায় ১৫ বছর বয়সী আরও এক কিশোর আহত হয়েছে। এছাড়া ৪৫ বছর বয়সী এক পুরুষ এবং ৬৫ বছর বয়সী এক নারীও আহত হয়েছেন। তারা জানায়, হামলার এক ঘণ্টার মধ্যে একটি গাড়ি ধাওয়া করে সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর আগে গত শুক্রবার স্টকহোমে পৃথক দুটি গোলাগুলির ঘটনায় আরও তিনজন আহত হয়।

শেয়ার করুন