নিউইয়র্ক     রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সবচেয়ে ব্যক্তিগত তথ্য’ প্রকাশের ঘোষণা মালালার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩ | ০১:২৯ পূর্বাহ্ণ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ | ০১:২৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
‘সবচেয়ে ব্যক্তিগত তথ্য’ প্রকাশের ঘোষণা মালালার

মালালা ইউসুফজাই।ছবি : সংগৃহীত

নতুন আত্মজীবনীমূলক বই লেখার কাজ করছেন বলে জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। আর সেখানেই জীবনের সবচেয়ে ব্যক্তিগত তথ্যটি প্রকাশের ঘোষণা দিয়েছেন তিনি। আজ সোমবার নতুন আত্মজীবনী বইয়ের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই ঘোষণা দেন মালালা। সেখানে তিনি লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি নতুন বইয়ের ওপর কাজ করছি।’

২০১৩ সালে ‘আই অ্যাম মালালা’ নামের একটি আত্মজীবনী প্রকাশ করেছিলেন তিনি, যা বিশ্বের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ বিক্রিত আত্মজীবনীর স্থানে জায়গা করে নিয়েছিল। এরপর ২০১৪ সালে সবচেয়ে কম বয়য়ী হিসেবে শান্তিতে নোবেল পান মালালা। মালালা তার ঘোষণায় জানিয়েছেন, গত কয়েক বছরে তার জীবনে ‘অসাধারণ পরিবর্তন এসেছে’ যার মধ্যে রয়েছে ‘স্বাধীনতা, জীবনসঙ্গী ও নিজেকে’ খুঁজে পাওয়ার বিষয়টি।

নারী অধিকারকর্মী মালালা যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি ২০২১ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের জেনারেল ম্যানেজার আসের মালিককে বিয়ে করেন। সূত্র : দৈনিক কালবেলা

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন