নিউইয়র্ক     শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের আনন্দঘন বনভোজন অনুষ্ঠিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৩ | ০৯:৪০ পূর্বাহ্ণ | আপডেট: ২২ জুলাই ২০২৩ | ০৯:৪০ পূর্বাহ্ণ

ফলো করুন-
রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের আনন্দঘন বনভোজন অনুষ্ঠিত

গত ৯ জুলাই অত্যন্ত আনন্দঘন পরিবেশে নিউ জার্সির নয়নাভিরাম মার্সার কাউন্টি পার্কে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম নন্দিত আঞ্চলিক এবং সামাজিক সংগঠন রূপসী চাঁদপুর ফাউন্ডেশন এর বার্ষিক বনভোজন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা থাকা সর্ত্ত্বেও বাস ও ব্যক্তিগত যানবাহন যোগে আগত পাঁচ শতাধিক চাঁদপুরবাসীর উপস্থিতিতে বনভোজন এলাকা পরিণত হয় এক টুকরো চাঁদপুরে।

সংগঠনের সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম মাছুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরে আলম মনির পরিচালনায় সকালে বনভোজনের উদ্বোধন করেন সভাপতি ফখরুল ইসলাম মাছুম, সাবেক সভাপতি মামুন মিয়াজী, সাবেক সভাপতি আমিন খান জাকির। এ সময় আরো উপস্থিত ছিলেন বনভোজন কমিটির আহ্বায়ক মোহাম্মদ জসীম উদ্দিন, সদস্যসচিব নুরুল ইসলাম মিলন, যুগ্ম-আহ্বায়ক আবু ছাদেক, যুগ্ম-সদস্যসচিব আবু তাহের, সদস্য সোহেল গাজী, আব্দুর রহিম ভুইয়া, আবু বকর, ফয়সাল পাটোয়ারি, ফয়সাল আহমদ রিপন, আব্দুল আহাদ ভুইয়া, আনোয়ার হোসেন অনু, শাহ আলম, হাসান মাহমুদ সোহেল, মোবারক হোসাইন, নূরুল আমিন, মিজানুর রহমান, মামুন মজুমদার, বিপ্লব সাহা, মোহাম্মদ কবীর, আক্তার হামিদ, আব্দুল মমিন, লুৎফর রহমান চুন্নু, মাহাবুবুর রহমান, সাইফুল ইসলাম লিটন, সাইফুল ইসলাম, আব্দুস সামাদ টিটো, রেজাউর রহমান রাজু, আলমগীর হোসেন, মিয়া ওবায়দুর রহমান, প্রচার সম্পাদক আবু তাহের।
বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনভোজনের প্রধান পৃষ্ঠপোষক হারুণ ভুইয়া, সংগঠনের উপদেষ্টা সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান ও সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, উপদেষ্টা ফিরোজুল ইসলাম পাটোয়ারি, মোহাম্মদ আলম, মনিরুজ্জামান মজুমদার, নূরে আলী স্বপন, মনির হোসেন, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. এনামুল হক, ইউছুস সরকার, কাজী তোফায়েল ইসলাম, মফিজুল ইসলাম ভুইয়া রুমি, মিয়া মোহাম্মদ দুলাল, তপন জামান, হাজী খবির উদ্দিন, বাংলাদেশে সেবা ফাউন্ডেশনের মিনহাজুল ইসলাম শিয়াম প্রমুখ।

বনভোজনের বিশেষ আকর্ষণ ছিলো র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্রতে প্রথম পুরস্কার ১ হাজার ডলারসহ প্রায় ১৫টি পুরষ্কার দেয়া হয়। যারা র‌্যাফেল ড্রতে সহযোগিতা করেছেন তারা হলেন- বারী হোম কেয়ারের আসেফ বারি টুটুল, জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট, শাহ গ্রুপের চেয়ারম্যান শাহ জে. চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, কাজী তোফায়েল ইসলাম, মফিজুল ইসলাম ভুইয়া রুমি, আরিফুল ইসলাম, সানম্যান মানিট্রান্সফার, রহমানিয়া ট্রাভেলস, মান্নান সুপার মার্কেট, বিসমিল্লাহ হালাল পোলট্রি ইত্যাদি সুপারমার্কেট, অবকাশ। বনভোজনে সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে ফ্রি ব্যাগ দেওয়া হয়।

বনভোজনে খেলাধুলার পর্বে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন- তানজিম, আহাদ, ফারহান, আবিদা, জারা, স্বপনীল, নাজারি, রাহান, সামারা, ফারুক, তাহা, অরক, তিসুন, রাফিদ, আনিকা, আদিবা, লাবিবা। মহিলাদের বালিশ খেলায় বিজয়ীরা হলেন- তাপসী, পলি, তাবাস্সুম ও জারা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন- মোস্তাকিম, মাহমুদুল হাসান, মারিয়া জালাল। আরো যারা সহযোগিতা করেছেন তারা হলেন- এটর্নি মঈন চৌধুরী, খামার বাড়ি, সিকে ফ্রোজেন ফুড, অ্যালিড ম্যানেজমেন্ট সিলিউশন ইনক, সিএএস ফান্ডিং ইনক, গ্লোবাল ট্রাভেলস এন্ড ট্যুর, প্রবাসী মতলব সমিতি, ফারহাদ, ক্যালিসা অটো রিপেয়ারস ইনক, ইসমাইল হোসাইন, শাহ নেওয়াজ, আলমগীর হোসেন, আলমগীর হোসেন আলম, সারা হোম কেয়ার, ফাহাদ সোলায়মান, মোহাম্মদ মফিজ, মোহাম্মদ জামাল, রেদওয়ান, দিনাজ ও হোসেন মেডিক্যাল কেয়ার।

র‌্যাফেল ড্রর মাধ্যমে বনভোজন আয়োজনের সমাপ্তি ঘোষণা করার পুর্বে বনভোজনকে সফল ও সার্থক করার জন্য সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম মাছুম ও সাধারণ সম্পাদক নূরে আলম মনির সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেইসাথে সকল পৃষ্ঠপোষক এবং যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান ।

শেয়ার করুন