নিউইয়র্ক     বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২ | ০৬:২১ পূর্বাহ্ণ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ | ০৬:২১ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার

ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোড অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা দফতরের তরফে এমন দাবি করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রাশিয়ার দাবি, দেশটির সামরিক বাহিনী ২৪ ঘণ্টার ব্যবধানে বেলগোরোড অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি চারটি এইচএআরএম অ্যান্টি রেডিয়েশন মিসাইল গুলি করে ভূপাতিত করেছে। বেলগোরোডের গভর্নর জানিয়েছেন, রবিবার সকালে অঞ্চলটিতে ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

আরোও পড়ুন।বেলারুশ দখলের বিষয় এবার মুখ খুললেন পুতিন

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে সিরিজ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় সোমবার ভোরে ২০টির মতো ড্রোন নিয়ে হামলে পড়ে রুশ বাহিনী। তবে ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৫টির মতো ড্রোন ধ্বংস করে দিতে সমর্থ হয়েছে।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে শহর প্রশাসন ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোতে’ হামলার কথা জানিয়েছে। বলা হয়েছে, ‘শত্রুরা রাজধানী আক্রমণ করছে।’ তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইউক্রেনের দাবি, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজধানী কিয়েভসহ দেশটির অন্যান্য শহরগুলোকে ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে দফায় দফায় হামলা চালিয়েছে রুশ বাহিনী।

শেয়ার করুন