নিউইয়র্ক     শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার চিকিৎসা

যুক্তরাষ্ট্রের তিন বিশেষজ্ঞ চিকিৎসক যাচ্ছেন আজ

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩ | ০৭:০৭ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ | ০৭:০৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রের তিন বিশেষজ্ঞ চিকিৎসক যাচ্ছেন আজ

ডা. হামিদ রাব, ডা. ক্রিস্টোস জর্জিয়া এবং ডা. জেমস পি এ হ্যামিলটন। ছবি- সংগৃহীত

দুই মাসের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ‘গুরুতর অসুস্থ’ খালেদা জিয়াকে চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় যাচ্ছেন আজ। এরা হচ্ছেন ডা. হামিদ রাব, ডা. ক্রিস্টোস জর্জিয়া এবং ডা. জেমস পি এ হ্যামিলটন।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, তিনজনের মধ্যে বুধবার বিকেলে একজন ও রাতে দুজন ঢাকায় পৌঁছাবেন।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, এই তিনজনই হাইলি এক্সপার্ট বিভিন্ন বিভাগে অর্থাৎ নেফ্রোলজি, হেপাটোলজি এবং ইন্টার‌ন্যাশনাল রেডিওলজি, লিভার-কিডনি ট্রান্সপারেন্ট বিভাগের। তারা ট্রান্সজুগলার ইন্ট্রাহেপাটিক পোরটোসিসটেমিক সান্ট (টিপস) করে বা এ রকম (লিভার সিরোসিস রোগে আক্রান্ত) রোগী ম্যানেজ করেন। তারা যুক্তরাষ্ট্রের জনহোপকিনস ইউনির্ভাসিটির স্কুল অব মেডিসিনের তিনজনই খুব দক্ষ এবং বিখ্যাত চিকিৎসক। জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের অনুমোদন নিয়ে এই চিকিৎসকরা ঢাকায় যাচ্ছেন।

অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক কিছু জটিলতা বেড়ে যাওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে কেবিন থেকে গত মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে সিসিইউতে নেয়া হয়েছিল। এরপর তার শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমলে ৮ ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে তাকে আবার কেবিনে নেয়া হয়েছে।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কিডনি, ফুসফুস, হৃদরোগ ও লিভারের জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনে জোর দিচ্ছেন। এর আগে দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। এর পর থেকে ছয় মাস পরপর তাঁর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার। সূত্র : বাংলাদেশ জার্নাল

শেয়ার করুন