নিউইয়র্ক     শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২ | ১১:০৩ পূর্বাহ্ণ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ | ১১:০৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার রেশ কোনো না কোনোভাবে রয়েই যাচ্ছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সাথে দেশটির পররাষ্ট্র দপ্তরের বৈঠকের পর ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, ঢাকায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোকে গুরুত্ব সহকারে আমলে নিচ্ছে তারা।

আজ রবিবার (১৮ ডিসেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন। তিনি জানান, গত ১৪ ডিসেম্বর মায়ের ডাক সংগঠনের সাথে রাষ্ট্রদূত পিটার হাসের পূর্ব নির্ধারিত বৈঠক নিরাপত্তা উদ্বেগের কারণে আগেই শেষ করতে হয়েছে। রাষ্ট্রদূত যে বাসায় অবস্থান করছিলেন সেখানে কিছু প্রতিবাদকারী ঢুকে পরার চেষ্টা করেন। ফলে বৈঠকটি বাধাগ্রস্ত হয়েছে। কিছু প্রতিবাদকারী রাষ্ট্রদূতের গাড়িও ঘিরে ধরেছিলো। বিষয়টি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে জানানোর পাশাপাশি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকেও জানিয়েছেন তারা।

দূতাবাসের মুখপাত্র জানান, মার্কিন পররাষ্ট্র নীতির কেন্দ্রে রয়েছে মানবাধিকার ইস্যু। ফলে ঢাকার মার্কিন দূতাবাস মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগকে গুরুত্ব সহকারে আমলে নিচ্ছে এবং নিয়মিত বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাথে বৈঠক করছে। গত কয়েক বছরে সরকার সমর্থক ‘মায়ের কান্না’ মার্কিন দূতাবাসের সাথে কোনো যোগাযোগ করেনি।

পিটার হাসের সাথে অপ্রীতিকর ঘটনার জেরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন দেশটির পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। রাষ্ট্রদূতের মাধ্যমে ওয়াশিংটন তার বার্তা ঢাকাকে পৌঁছে দেয়।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিলো কিনা জানতে চাইলে আজ বিকেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, ‘আমি জানি না, আলোচনা করতে গিয়েছিলেন হয়তো।’

এ বিষয়ে বাংলাদেশ কোনো চাপ অনুভব করছে কিনা কিংবা উদ্বিগ্ন হওয়ার কিছু আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, উদ্বিগ্নের কোনো কারণ নেই। আপনারাই বেশি উদ্বিগ্ন হচ্ছেন। সূত্র : সাম্প্রতিক দেশকাল

শেয়ার করুন