নিউইয়র্ক     শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাপক উপস্থিতি এবং উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নিউইয়র্কে চট্রগ্রাম সমিতির ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২ | ১১:২৬ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ অক্টোবর ২০২২ | ১১:৩৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
ব্যাপক উপস্থিতি এবং উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নিউইয়র্কে চট্রগ্রাম সমিতির ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপিত

নিউইয়র্ক : গত ৯ অক্টোবর রোজ রবিবার চট্রগ্রাম সমিতির উদ্দ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষ্যে মিলাদমাহফিল ও চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুস্টিত হয় ব্রুকলীনের পি এস ১৭৯ স্কুলের অডিটোরিয়ামে।

সংগঠনের সভাপতি মনির আহমেদের সভাপতিত্বে এবং আহবায়ক মোঃ আবু তাহের ও সদস্য সচিব মীর কাদেররাসেল এর যৌথ পরিচালনায় অনুস্টিত এই মহতি অনুস্টানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলোয়াত করেনগোলাম হাফিজ তানিম এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে পবিত্র মিলাদুন্নবী (সঃ) সম্পর্কে গুরুত্বপূর্ণআলোচনা করেন নিউকার্ক বেলাল মসজিদের সম্মানিত খতিব, বিশিস্ট ইসলামী চিন্তাবিদ ড. মুফতি সৈয়দআনসারুল করিম আল আজহারী এবং প্রধান বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন বাংলাদেশ থেকে আগতশাহজালাল বিজ্ঞান ওপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ্ব আল্লামামুহাম্মদ এমদাদুল হক।উভয় আলোচক হযরত মুহাম্মদ মোস্তফা (সঃ) এর জীবনাদর্শ নিয়ে বিস্তারিত আলোচনাকরেন এবং সকলের জীবনে তা অনুসরনের অনুরোধ জানান।

নিউইয়র্ক নিউজার্সী, কানেক্টিকাটের চট্রগ্রামবাসী সহ প্রবাসের অন্যান্য এলাকার জন সাধারনের ব্যাপক উপস্থিতিলক্ষ্য করা যায় এ মিলাদ মাহফিলে। অসংখ্য গন্যমান্য প্রবাসী, বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ এবং মুলধারার বেশকিছু নেতা এই মাহফিলে উপস্তিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, কুইন্স ডেমোক্রেট ডিস্ট্রিক লিডার এডলার্জ বিশিষ্ট আইনজীবি এটর্নী মঈন চৌধুরী, কমিউনিটি বোর্ড মেম্বার, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক,বীরমুক্তিযোদ্ধাও ব্যবসায়ী আবু জাফর মাহমুদ, কমিউনিটি বোর্ড মেম্বার, মুলধারার রাজনীতিবিদ বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, চট্রগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, সাবেক সভাপতি কাজী আজম, বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সভাপতি আবদুর রব মিয়া, চট্রগ্রাম সমিতির সাবেক প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এম রেজা, কমিউনিটি একটিভিস্ট কাজী নয়ন, চট্রগ্রাম সমিতির সাবেক প্রধান নির্বাচন কমিশনার ইন্জিঃ শেখ খালেদ, মেয়রএরিক এডামসের দক্ষিন এশিয়া বিষয়ক উপদেস্টা জেবিবিএর সাধারন সম্পাদক ফাহাদ সোলাইমান, মুলধারাররাজনীতিবিদ জয় চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মইনুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ, কমিউনিটি একটিভিস্ট মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, নোয়াখালী সমিতির সাধারন সম্পাদক জাহিদ মিন্টু, জাতীয় কন্ঠ শিল্পী বেবী নাজনীন, রাজনীতিবিদ জসিম ভুঁইয়া, চট্রগ্রাম সমিতির সাবেক সাধারন সম্পাদক অবচারউদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী একেএম ফজলুল হক, চট্রগ্রাম সমিতির সাবেক সহ সভাপতি তারিকুল হায়দার চৌধুরী, বর্তমান কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম, সাবেক সাধারন সম্পাদক মোর্শেদ রিজভী চৌধুরী, নির্বাচনকমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক লুৎফুর করিম, রাজনীতিবিদসামসুদ্দীন আযাদ, সাবেক নির্বাচন কমিশনার মিজানুর রহমান জাহাঙ্গীর, নির্বাচন কমিশনার নাসির মাস্টার, এটিএম নজির হোসেন, বিশিষ্ট কমিউনিটি একটিভিস্ট শাহ জে চৌধুরী,কর্নফুলী ট্রাভেলের সত্বাধিকারী ওজেবিবিএর কোষাধ্যক্ষ মো সেলিম হারুন, রেজাউল করিম সগির, আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিবমোহম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মওলানা মোস্তফা কামাল, সিনিয়র সহ সভাপতি মাসুদ সিরাজী, সহসভাপতি ও অনুস্টানের প্রধান সমন্নয়কারী আবুল কাসেম, যুগ্ম আহবায়ক মো আরিফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিবমো ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন চৌধুরী খোকন, বিশিষ্ট কমিউনিটি নেতা আলি আকবর বাপ্পী, নিউজার্সী থেকে আগত বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ কাউসার শাহীন, ফিলাডেলফিয়া থেকে আগত বিশিষ্টকমিউনিটি নেতা মনসুর কাইয়ুম, বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার আবু নাসের, বিশিষ্ট ব্যবসায়ীমো মুজিবুর রহমান, নুরুল আনোয়ার, কামাল হোসেন মিঠু, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী, অনুস্টানের সমন্বয়কারী আয়ুব আনসারী, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল আলম, সমাজক্যলাণ সম্পাদক মোহাম্মদহোসেন, সদস্য পরিমল কান্তি নাথ, হারুনুর রশীদ, মিরাশ্বরাই সমিতির সভাপতি মেজবাহ উদ্দীন, উপদেস্টাকাউছার চৌধুরী, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহবুবর রহমান, মোহাম্মদ বখতেয়ার, মোহাম্মদ শওকত হোসেন, চট্রগ্রাম এলমনাই এশোসিয়েশনের সভাপতি সাবিনা শারমিন নিহার, রেহানা হানিফ, সাবিনা সুলতানা মুক্তা, নজরুল ইসলাম, আজিজ হিরু, মোহাম্মদ ইছা, মোহাম্মদ সরোয়ার, সাইফুল হক ও রফিক চৌধুরী প্রমুখ।

অনুস্টানের সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের সাবেক সিঃ সহ সভাপতি ও নির্বাচন কমিশনার মাকসুদুল হকচৌধুরী।

অনুস্টানে নাত পরিবেশন করেন এটর্নী মঈন চৌধুরী, মো ইমরান ও ইশরাত হোসেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক মুক্তচিন্তার সম্পাদক ফরিদ আলম, প্রথম আলোর মন্জুরুল ইসলাম, কনক সরোয়ার, সাপ্তাহিক নবযুগের সম্পাদক সাহাবউদ্দীন সাগর প্রমুখ।

মিলাদ মাহফিলের পাশাপাশি বাদ মাগরিব থেকে শুরু হয় ঐতিহ্যবাহী মেজবানের খাবার। প্রায় দু হাজার লোকের সরব উপস্থিতিতে রাত ১১ টা পর্যন্ত খাবার পরিবেশন করা হয়।

মিলাদ এবং দোয়া পরিচালনার পর সংগঠনের সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম ও সভাপতি মনির আহম্মদ এইঅনুস্টানকে সফল করার পিছনে যারা অনুদান এবং সার্বিক সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ওকৃতজ্ঞতা জানান।-প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন