নিউইয়র্ক     বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র স্থাপন বিপজ্জনক : ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩ | ১২:০৩ পূর্বাহ্ণ | আপডেট: ২৭ মার্চ ২০২৩ | ১২:০৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র স্থাপন বিপজ্জনক : ন্যাটো

বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপনের ‘বিপজ্জনক ও দায়িত্বহীন’ ঘোষণার নিন্দা জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ইউক্রেন বলছে, রাশিয়ার এমন সিদ্ধান্ত তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি। বেলারুশকে জিম্মি করে মস্কো এমন সিদ্ধান্ত নিয়েছে বলেও মনে করছে ইউক্রেন। শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র স্থাপনের পরিকল্পনা প্রকাশ করলেও তার নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখবে বলে জানিয়েছিলেন।

এমনকি এই পদক্ষেপ পরমাণু অপ্রসারণ চুক্তি লঙ্ঘন করবে না দাবি করে পুতিন বলেছেন, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ইউরোপে তাদের (পরমাণু) অস্ত্র স্থাপন করেছে। এটা তেমনই। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে ন্যাটোর মুখপাত্র রয়টার্সকে ইমেইলে বলেন, রাশিয়ার প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্র সম্প্রসারণের ঘোষণা এবং দেশের বাইরে যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের উদাহরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, ন্যাটোতে পারমাণবিক অস্ত্রের অংশীদারত্বের বিষয়ে রাশিয়া বিভ্রান্তি ছড়াচ্ছে। ন্যাটো জোট আন্তর্জাতিক প্রতিশ্রুতির ওপর পূর্ণ আস্থা রাখে। এ বিষয়ে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান অলেক্সি দানিলভ টুইটারে বলেন, রাশিয়ার এমন সিদ্ধান্ত বেলারুশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতার একটি পদক্ষেপ, যা জনগণকে নেতিবাচক ধারণা দেয়।

তিনি বলেন, ক্রেমলিন বেলারুশকে জিম্মি করে পারমাণবিক অস্ত্রের ঘাঁটি স্থাপন করছে। এদিকে রাশিয়ার এমন সিদ্ধান্তে ওয়াশিংটনের নিজস্ব পারমাণবিক কৌশলে কোনো পরিবর্তন আসবে না বলে মনে করছে নেটো। এমনকি পুতিনের এই ঘোষণার পর দেশটি পরমাণু অস্ত্রের ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে- এমনটাও তারা বিশ্বাস করে না বলেও মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আমরা আমাদের নিজস্ব কৌশলগত পারমাণবিক অবস্থানের মধ্যে সামঞ্জস্য আনার কোনো কারণ দেখিনি। আমরা ন্যাটোজোটের সম্মিলিত প্রতিরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র : যুগান্তর

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন