নিউইয়র্ক     শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব মা দিবসের প্রাক্কালে গুণী মায়েদের সম্মাননা জানিয়েছে খান’স টিউটোরিয়াল

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৩ | ১১:৩১ অপরাহ্ণ | আপডেট: ১৩ মে ২০২৩ | ১১:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
বিশ্ব মা দিবসের প্রাক্কালে গুণী মায়েদের সম্মাননা জানিয়েছে খান’স টিউটোরিয়াল

১৪ই মে বিশ্ব মা দিবসের প্রাক্কালে দিনটি উদযাপন উপলক্ষে গত ৬ইমে শনিবার কম্যুনিটির জনপ্রিয় ও সর্ববৃহৎ টিউটোরিয়াল প্রতিষ্ঠান খান’স টিউটোরিয়াল এ শিক্ষাপ্রাপ্ত কলেজেগামী শিক্ষার্থীদের কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে যাদের অবদান, সেই গুনী মায়েদেরকে মেডেল ও পদক দিয়ে সম্মাননা জানানো হয়েছে।

খান’স টিউটোরিয়ালের জ্যাকসন হাইটসের কেন্দ্রীয় শাখায় আয়োজিত প্রাণবন্ত অনুষ্ঠানে অনেক কলেজে অধ্য য়নরত এবং কর্মজীবনে সফল পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছিলেন।

এসময় কংগ্রেসওম্যান গ্রেস মেং এবং নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমারের কার্যালয় থেকে খান’স এর গুনী মায়েদের মেডেল এবং ইলেক্টেড অফিসিয়ালদের প্রশংসাপত্র প্রদান করা হয়।

নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলিওম্যান ক্যাটালিনা ক্রুজ এবং খান’স টিউটোরিয়ালের চেয়ারপারসন মিসেস নাইমা খান এবং প্রেসিডেন্ট ও সিইও ডা: ইভান খান সম্মানীয় মায়েদের হাতে মেডেল ও পদক তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাদের মায়েরাও সমানভাবে কৃতিত্বের দাবীদার।

মায়েরা তাদের সন্তানদের সবসময় নানাভাবে সময় দিয়েছেন।

ওনারা সন্তানদের স্টেট পরীক্ষা,সামার ক্লাস,এসএইচএসএটি, স্যাট এবং আরও অনেক কিছুর জন্য খান’স টিউটোরিয়ালে নিয়ে এসেছেন।

এই পেশাজীবী মায়েরা নিজেদের পেশায় যেমন সফল তেমনি তাদের সন্তানরাও আজ ডাক্তার, অধ্যাপক, আইনজীবী, শিক্ষাবিদ, শিল্পীসহ নানা পেশায় সফল হচ্ছে।প্রেস বিজ্ঞপ্তি

এসএ/এমএএস/এমইউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন