নিউইয়র্ক     শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশে বাড়ি থাকা বাংলাদেশি আমলাদের তালিকা প্রকাশের দাবি সংসদে

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩ | ১১:২২ অপরাহ্ণ | আপডেট: ০৬ মার্চ ২০২৩ | ১১:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
বিদেশে বাড়ি থাকা বাংলাদেশি আমলাদের তালিকা প্রকাশের দাবি সংসদে

তদন্তের মাধ্যমে দুর্নীতিবাজ আমলাদের ফাঁসির দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, ‘একটা বক্তব্য এসেছে, আমলাদের প্রচুর সম্পত্তি বিদেশে আছে। মহান সংসদের উচিত আমলাদের বিদেশে কাদের বাড়ি আছে, সেই তালিকা এই সংসদে প্রকাশ করা। তাদের বরখাস্ত করা উচিত। বিচার বিভাগে নিয়ে যাওয়া উচিত। প্রয়োজনে ফাঁসি দেওয়া উচিত।’

গতকাল সোমবার জাতীয় সংসদের সরকারি কর্ম কমিশন বিল-২০২২-এর ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। দুর্নীতিবাজ আমলাদের ফাঁসির পক্ষে যুক্তি তুলে ধরে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘একটা মানুষ খুন করলে একজন মানুষ মারা যায়। কিন্তু হাজার কোটি টাকা দুর্নীতি করলে দেশে দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দেয়। লাখো মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ে। এ অবস্থায় তাদের অবশ্যই শাস্তি দেওয়া উচিত।’

আলোচনায় অংশ নিয়ে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘বিগত বেশ কয়েক বছর ধরে বিসিএস পরীক্ষা স্বচ্ছ হয়েছে। মাঝে বিএনপির সময়ে পিএসসির পরীক্ষাগুলোতে ইন্টারফেয়ার করা হতো। এই আমলে বিসিএস পরীক্ষাগুলো ফেয়ার হয়। সরকারের অন্যান্য নিয়োগ পরীক্ষার আলাদা কোনো বডি নেই। যার জন্য অনেক সময় দুর্নীতির প্রশ্ন হয়।’

এ সময় তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগে আলাদা বডি বানানোর প্রস্তাব দেন চুন্নু। তিনি বলেন, ‘আমরা জনমত যাচাইয়ের ওপর বক্তব্য রেখেছিলাম আশা করেছিলাম উনি (জনপ্রশাসন প্রতিমন্ত্রী) কিছু বলবেন। কিন্তু তার ভাবটা এ রকম আসিলাম, দেখিলাম, জয় করিলাম, আর কিছু বলার নাই।’

চুন্নু বলেন, তিনি আমাদের বোন জামাই। কিশোরগঞ্জের জামাই। আত্মীয়। কিছুই বলতে পারি না। কী আর করা। পরে তিনি সংশোধনী উল্লেখ করে বলেন, আমার সংশোধনীগুলো উল্লেখ করলাম। আশা করি মন্ত্রী এটা গ্রহণ করবেন। না করলে বাসায় গেলে খবর আছে। এ সময় স্পিকার হেসে দেন।’

সাথী / পরিচয়

শেয়ার করুন