নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বায়ুদূষণে ‘অস্বাস্থ্যকর’ ঢাকা, ‘বিপজ্জনক’ অবস্থানে থাইল্যান্ড

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩ | ০২:১৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ | ০২:১৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
বায়ুদূষণে ‘অস্বাস্থ্যকর’ ঢাকা, ‘বিপজ্জনক’ অবস্থানে থাইল্যান্ড

দূষিত শহরের তালিকায় বিশ্বের ১০০টি শহরের মধ্যে ‘বিপজ্জানক’ অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মানবিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের র‌্যাঙ্কিংয়ে বৃহস্পতিবার সকাল ১০টা ৪৪ মিনিটে ৩৭১ স্কোর নিয়ে শহরটির অবস্থান শীর্ষে ছিল। তালিকায় ওই সময়ে দ্বিতীয় অবস্থানে ছিল ভিয়েতনামের হ্যানয়। এ ছাড়া ভারতের কলকাতা তৃতীয়, চীনের শেনইয়াং চতুর্থ আর ১৫২ স্কোর নিয়ে রাজধানী ঢাকা ছিল পঞ্চম অবস্থানে। এ ছাড়া সবচেয়ে ভালো বায়ুর তালিকায় ৪ স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে (৯৯) ছিল যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি। একই স্কোর নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি ৯৮ ও নরওয়ের অসলো ৯৭ অবস্থানে ছিল।

নির্দিষ্ট স্কোরের ভিত্তিতে কোনো শহরের বাতাসের ক্যাটাগরি নির্ধারণের পাশাপাশি সেটি জনস্বাস্থ্যের জন্য ভালো না কি ক্ষতিকর, তা জানায় আইকিউএয়ার। কোম্পানিটি শূন্য থেকে ৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘ভালো’ ক্যাটাগরিতে রাখে। অর্থাৎ এ ক্যাটাগরিতে থাকা শহরের বাতাস জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। ৫১ থেকে ১০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘মধ্যম মানের বা সহনীয়’ হিসেবে বিবেচনা করে কোম্পানিটি।

আইকিউএয়ারের র‌্যাঙ্কিংয়ে ১০১ থেকে ১৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরে থাকা শহরের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরির বিবেচনা করা হয়। র‌্যাঙ্কিংয়ে ২০১ থেকে ৩০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। তিন শর বেশি স্কোর পাওয়া শহরের বাতাসকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করে আইকিউএয়ার। সে হিসাবে সকাল ১০টা ৪৪ মিনিটে অস্বাস্থ্যকর বাতাসে থাকতে হয়েছে রাজধানীবাসীকে।

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন