নিউইয়র্ক     মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাইডেনের ছাত্র-ঋণ ক্ষমাকে বন্ধ করার রক্ষণশীল প্রচেষ্টা সুপ্রিম কোর্টে দ্বিতীয়বার প্রত্যাখ্যান

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২ | ০২:১৪ অপরাহ্ণ | আপডেট: ০৫ নভেম্বর ২০২২ | ০২:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
বাইডেনের ছাত্র-ঋণ ক্ষমাকে বন্ধ করার রক্ষণশীল প্রচেষ্টা সুপ্রিম কোর্টে দ্বিতীয়বার প্রত্যাখ্যান

ছবি : ইন্টারনেট।

প্রেসিডেন্ট বাইডেনের ছাত্র-ঋণ ক্ষমাকে বন্ধ করার রক্ষণশীল প্রচেষ্টা সুপ্রিম কোর্টে দ্বিতীয়বার প্রত্যাখ্যান করেছে। গত শুক্রবার (৪ঠা নভেম্বর) বিচারপতি অ্যামি কনি ব্যারেট মামলাটি খারিজ করে দেন। প্রেসিডেন্ট বাইডেনের ছাত্র-ঋণ ক্ষমাকে বন্ধ করার আরেকটি প্রচেষ্টা প্রত্যাখ্যান করতে সুপ্রিম কোর্টের অবশ্য বেশি সময় লাগেনি।

গত মঙ্গলবার ১লা নভেম্বর রক্ষণশীল আইনী সংস্থা প্যাসিফিক লিগ্যাল ফাউন্ডেশন দ্বারা প্রতিনিধিত্ব করা ইন্ডিয়ানা ষ্টেটের ছাত্র-ঋণ গ্রহীতা ফ্র্যাঙ্ক গ্যারিসন এবং নোয়েল জনসন যুক্তি দিয়েছিলেন যে নীতিটি বেআইনি এবং তাদের আরও বেশি অর্থ প্রদান করতে হবে।

কিন্তু শুক্রবার ৪ঠা নভেম্বর – মাত্র তিন দিন পরে – সুপ্রীম কোর্টের সহযোগী বিচারপতি অ্যামি কোনি ব্যারেট ঋণ ত্রাণ বন্ধ করার জন্য বাদীদের জরুরি অনুরোধ নাকচ করে দেন।

শেয়ার করুন