নিউইয়র্ক     সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাইডেনের ইসরায়েল নীতির বিরুদ্ধে প্রায় অর্ধেক ডেমোক্র্যাট – জরীপ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩ | ১০:৫৯ অপরাহ্ণ | আপডেট: ২১ মার্চ ২০২৪ | ১২:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
বাইডেনের ইসরায়েল নীতির বিরুদ্ধে প্রায় অর্ধেক ডেমোক্র্যাট – জরীপ

প্রেসিডেন্ট জো বাইডেন যেভাবে হামাসের সঙ্গে সংঘাতে ইসরায়েলকে সমর্থন দিচ্ছেন, তাতে প্রায় অর্ধেক ডেমোক্র্যাট অসন্তুষ্ট। এই যুদ্ধ নিয়ে তার দলে গভীর বিভক্তি দেখা দিয়েছে। সম্প্রতি করা এক জরিপে দেখা গেছে, ৫০ শতাংশ ডেমোক্র্যাট বাইডেনের ইসরায়েল নীতি ও সংঘাত পরিচালনার পক্ষে মত দিয়েছেন। বিপক্ষে অবস্থান নিয়েছেন ৪৬ শতাংশ। অ্যাসোসিয়েটেড প্রেস-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ এই জরিপ করেছে।

১০ নভেম্বর শুক্রবার পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮১২ জনে। অন্যদিকে, ইসরায়েলে মৃত্যু এক হাজার ৪০০ জনের বেশি।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা দখল কিংবা শাসনের ইচ্ছে নেই, বরং উপত্যকাটিকে অসামরিকীকরণ করছেন তিনি। তার দাবি, এই যুদ্ধে হামাস পরাজিত হলে এর পর গাজায় বেসামরিক সরকারের উচিত উপত্যকাটি শাসন করা। তবে কে এ জাতীয় সংস্থা গঠন করবে তা তিনি পরিষ্কার করে বলেননি।

গত ০৯ নভেম্বর বৃহস্পতিবার ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, গাজা পরিচালনার একটি বেসামরিক সরকার খুঁজবে ইসরায়েল। ২০০৬ সাল থেকে গাজা পরিচালিত হচ্ছে হামাসের মাধ্যমে।

গাজায় হামলার সংবাদে পক্ষপাতিত্বের অভিযাগে যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা গণমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমসের’ কার্যালয়ে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিও জানান তারা।

১০ই নভেম্বর শুক্রবার ম্যানহাটানে সংবাদমাধ্যমটির সদর দপ্তরের সামনে জড়ো হয় কয়েকশ বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের নেতৃত্বে ছিল গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘রাইটার্স ব্লক’।

এদিকে, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে একটি অস্ত্র কারখানার প্রবেশপথ অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থিরা। এ সময় তারা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানান। প্রায় ১০ হাজার বিক্ষোভকারী অন্যান্য প্রবেশপথে জড়ো হয়েছিল।

শেয়ার করুন