নিউইয়র্ক     বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে শিক্ষা বিষয়ক চুক্তি সম্পাদন

বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে সেবার পরিধি বাড়িয়েছে ইসি গ্লোবাল

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২ | ০২:০৪ অপরাহ্ণ | আপডেট: ২৯ অক্টোবর ২০২২ | ০২:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে সেবার পরিধি বাড়িয়েছে ইসি গ্লোবাল

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য সেবার লক্ষ্যে কাজ করছে ইসি গ্লোবাল। প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক উন্নয়নে নিবিড়ভাবে কাজ করছে এবং শিক্ষা বিষয়ক চুক্তি সম্পাদনের মাধ্যমে বাংলাদেশী শিক্ষার্থীদের সহযোগিতায় বিশ্বস্থ হয়ে উঠেছে। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা একজন বাংলাদেশী-আমেরিকান নাগরিক।

সংশ্লিষ্টদের দাবী যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থীদের উন্নত এবং দ্রুত সেবা দেয়ার জন্য প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যন সাংবাদিক এমদাদ চৌধুরী দীপু জানান, ইসি গ্লোবাল লিংক ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের এএসএ কলেজের এজেন্সী হিসেবে স্বীকৃতি পেয়েছে। নিউইয়র্কের ম্যানহাটান ও ব্রুকলীনলনসহ ফ্লোরিডা অঙ্গরাজ্যেও এই কলেজের ক্যাম্প্যাস রয়েছে। এছাড়াও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ওয়াশিংটন ইউনিভার্সিটি সাইন্স টেকনলজির সাথেও পার্টনারশীপ চুক্তি স্বাক্ষর করেছে ইসি গ্লোবাল।

এছাড়া নিউইয়র্কের ম্যানহাটনের ব্লুডেটা ইন্সটিটিউটেরর অনুমোদিত এজেন্ট ইসি গ্লোবাল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকুলীয় অঙ্গরাজ্য সফর করেন ইসি গ্লোবালের চেয়ারম্যন সাংবাদিক এমদাদ চৌধুরী দীপু। এ সফরের ফলে এখন ইসি গ্লোবাল ইন্টারন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি এবং ওয়েস্টক্লিফ ইউনিভার্সিটির এজেন্ট হিসেবে কাজ করবে ইসি গ্লোবাল। বাংলাদেশীরা সংখ্যায় বেশি এমন অন্তত ১০টি রাজ্যে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিশ্চিতে কাজ করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ইসি গ্লোবাল।

ইতোমধ্যে ইসি গ্লোবাল চেয়ারম্যন দীপু ফ্লোরিডা, ভার্জিনিয়া, ক্যালিফোর্নিয়া সফর করেছেন। ডিসেম্বর মাসে তার মিশিগান রাজ্য সফরের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়াও বাংলাদেশে ইসি গ্লোবালের রয়েছে একটি শক্তিশালী টিম। ইতোমধ্যে কান্ট্রি কো-অর্ডিনেটর নিয়োগসহ প্রতিটি বিভাগীয় শহরে অফিস স্থাপণ করেছে প্রতিষ্ঠানটি। সবগুলো অফিসকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ঢাকার কান্ট্রি অফিস থেকে সার্বক্ষণিক তদারকি করা হয়। যে কারনে সেবাগ্রহী যে কোনো শিক্ষার্থী যে কোনো সময় যে কোনো পরামর্শ ও সেবা নিতে পারেন বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এমদাদ চৌধুরী দীপু। -খবর ইউএনএ’র।

শেয়ার করুন