নিউইয়র্ক     শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বলিভিয়াকে অস্ত্র দেবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩ | ১০:৫৪ অপরাহ্ণ | আপডেট: ১৭ জুলাই ২০২৩ | ১০:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
বলিভিয়াকে অস্ত্র দেবে ইরান

ছবি : সংগৃহীত

এবার ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়াকে অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। রোববার (১৬ জুলাই) ইরানের প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছে। খবর পার্স টুডের।

প্রতিবেদনে বলা হয়েছে, বলিভিয়ার প্রতিরক্ষা খাতে অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করতে তেহরান তার প্রস্তুতির কথা জানিয়েছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি তেহরানে সফররত বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী এদমুন্দো অ্যাগুইলারের সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দেন।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করলে বলিভিয়ার আত্মরক্ষার ক্ষমতা বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, ইরানের পররাষ্ট্রনীতিতে ল্যাতিন আমেরিকার দেশগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তেহরান ও লাপাজের মধ্যে রাজনৈতিক, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি করার সব সুযোগ বিদ্যমান রয়েছে।

এ সময় জেনারেল আশতিয়ানি বলেন, কৌশলগত কারণে দুটি ভিন্ন ভৌগোলিক অবস্থানের দেশ ইরান ও বলিভিয়ার মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করা জরুরি।

শেয়ার করুন