নিউইয়র্ক     রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বড়দিনে কয়েকশ’ সেনা, ৫টি ট্যাংক হারিয়েছে রাশিয়া: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২ | ০৪:২৩ পূর্বাহ্ণ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ | ০৪:২৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
বড়দিনে কয়েকশ’ সেনা, ৫টি ট্যাংক হারিয়েছে রাশিয়া: ইউক্রেন

ইউক্রেনীয় কর্মকর্তারা দাবি করেছেন, বড়দিনে রাশিয়ার কয়েকশ’ সেনাকে হত্যা ও পাঁচটি ট্যাংক ধ্বংস করেছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণের পর থেকে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৬০০ রুশ সেনা নিহত হয়েছে। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুসারে, বড়দিন ও বক্সিং ডেতে রাশিয়া অন্তত ৫৫০ জন সেনা হারিয়েছে। একই সময়ে অন্তত ৫টি রুশ ট্যাংক ধ্বংস করেছে ইউক্রেন।

রবিবার পুতিন বলেছিলেন, ‘আমরা গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট প্রত্যেকের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু এটি তাদের ওপর নির্ভর করছে। আমাদের দিক থেকে আলোচনা প্রত্যাখ্যান করা হচ্ছে না, এটা তাদের দিক থেকেই করা হচ্ছে।’

ইউক্রেনের মাটি থেকে রুশ বাহিনী প্রত্যাহার না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে কিয়েভ। একইসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ থেকে রাশিয়ার অপসারণও দাবি করেছে তারা।
ইউক্রেন ইস্যুতে আলোচনায় প্রস্তুত রাশিয়া, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন মন্তব্যের একদিনের মাথায় সোমবার তাদের দেওয়া প্রস্তাব মেনে নেওয়ার আল্টিমেটাম দিয়েছে।

শেয়ার করুন