নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিপাইনে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৩ | ০১:১৬ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ জুন ২০২৩ | ০১:১৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
ফিলিপাইনে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

ছবি : সংগৃহীত

ফিলিপাইনে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ফিলিপাইনের মিন্দোরোতে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

জিএফজেড অনুসারে ভূমিকম্পটি ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরতায় ছিল। রাজধানী ম্যানিলায়ও কম্পন অনুভূত হয়েছে। ফিলিপাইন সিসমোলজি এজেন্সি বলেছে যে, তারা একটি ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে। এর থেকে ক্ষতি এবং আফটারশকের আশঙ্কা করা হচ্ছে। মাটির অগভীরে যেসব ভূমিকম্পের সৃষ্টি হয় সেগুলো অন্যান্য ভূমিকম্পের তুলনায় অনেক ভয়ানক হয়। অগভীর ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণও সবচেয়ে বেশি হয়। সূত্র : রয়টার্স

এসএ/এমএএস/এমইউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন