নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুড়ে ছাই ফিলিপাইনের ঐতিহাসিক পোস্ট অফিস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৩ | ০৩:২১ পূর্বাহ্ণ | আপডেট: ২৩ মে ২০২৩ | ০৩:২১ পূর্বাহ্ণ

ফলো করুন-
পুড়ে ছাই ফিলিপাইনের ঐতিহাসিক পোস্ট অফিস

দ্য স্ট্রেইট টাইমসের ছবি।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ঐতিহাসিক নিও-ক্লাসিক্যাল ম্যানিলা সেন্ট্রাল পোস্ট অফিস। আগুনে বেজমেন্ট থেকে পঞ্চম তলা পর্যন্ত পুরো ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ সোমবার (২২ মে) দেশটির কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস জানিয়েছে, কয়েক দশকের পুরনো ওই পোস্ট অফিসটির আগুন নেভাতে অন্তত ৮০টি অগ্নিনির্বাক ট্রাক পাঠানো হয়। তাদের সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই ছাই হয়ে যায় পুরো ভবনের গুরুত্বপূর্ণ সব অবকাঠামো।

পোস্টমাস্টার জেনারেল লুইস কার্লোসকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম জানায়, আগুন নেভানোর সময় একজন স্বেচ্ছাসেবী দমকলকর্মী সামান্য আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ব্যবস্থা নেয়া হচ্ছে। সূত্র : বণিক বার্তা

এসএ/এমএএস/এমইউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন