নিউইয়র্ক     শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে বন্দুকযুদ্ধ, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৩ | ০৩:১৪ পূর্বাহ্ণ | আপডেট: ১২ জুন ২০২৩ | ০৩:১৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে বন্দুকযুদ্ধ, নিহত ৬

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে বন্দুকযুদ্ধে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন উগ্রবাদী ও তিনজন পাকিস্তানি সেনা রয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ‘আফগানিস্তানের সঙ্গে থাকা সীমান্তে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে হামলা করেছে উগ্রবাদীরা। ওই সময় বন্দুকযুদ্ধে তিন পাকিস্তানি সেনা ও তিন উগ্রবাদী নিহত হয়েছে।’

রোববার এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী আরও জানিয়েছে, বন্দুকযুদ্ধের সময় আরও চার উগ্রবাদী আহত হয়েছেন। শনিবার উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরান শাহ উপজাতীয় এলাকায় রাতভর গোলাগুলির ঘটনা ঘটে। এ অঞ্চলটি তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি উগ্রবাদী গোষ্ঠীর সাবেক শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখোয়া (কেপিকে) প্রদেশে অবস্থিত।

ওই হামলার জন্য দায়ীদের ধরতে পাকিস্তানি সেনারা তল্লাশি অভিযান চালায়। এ সময় তারা নিহত উগ্রবাদীদের কাছ থেকে গোলাবারুদ উদ্ধার করেছে। এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনী বলেছে, তারা উগ্রবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ। যদিও দেশটির সেনাবাহিনী এর আগে বলেছিল যে তারা উত্তর ওয়াজিরিস্তানকে উগ্রবাদীদের হাত থেকে মুক্ত করেছে। কিন্তু, এরপরেও মাঝে মাঝে ওই অঞ্চলে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

সাথী/পরিচয়

শেয়ার করুন