নিউইয়র্ক     শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ১০১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:২৭ পূর্বাহ্ণ | আপডেট: ০২ মার্চ ২০২৩ | ০২:৩০ পূর্বাহ্ণ

ফলো করুন-
পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ১০১

পাকিস্তানের পেশোয়ার পুলিশ লাইন মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১। পুলিশ জানিয়েছে, ১ ফেব্রুয়ারী বুধবারের ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কিছু মানুষকে গ্রেপ্তার করেছে তারা। ৩০ শে জানুয়ারি পেশোয়ারের রেডজোনে অবস্থিত ওই মসজিদে জোহরের নামাজ আদায় করতে উপস্থিত হন ৩০০ থেকে ৪০০ মুসল্লি। তার বেশির ভাগই পুলিশ কর্মকর্তা। এ সময় সেখানে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় সে। এতে মসজিদটির ছাদের একাংশ ও ভিতরে মারাত্মক ক্ষতি হয়। ধসে পড়ে ছাদ। মারা যান বিপুল পরিমাণ মুসল্লি। পরে এই হামলার দায় স্বীকার করে নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান। পরে তারা এ ঘটনা থেকে নিজেদের দূরত্ব বজায় রাখে।

সূত্রগুলো ইঙ্গিত দিয়েছেন যে, গ্রুপটির স্থানীয় একটি অংশ এই দায় স্বীকার করে থাকতে পারে। বুধবার খাইবার পখতুনখাওয়া স্বাস্থ্য বিভাগ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, আহত আরও একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০১। বিভিন্ন স্থানে এখনও চিকিৎসা নিচ্ছেন কমপক্ষে ৫৯ জন। তার মধ্যে আট জনের অবস্থা সংকটজনক। ওদিকে লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম বলেছেন, তাদের হাসপাতালে নেয়া হয়েছিল ১০১ টি মৃতদেহ।

শেয়ার করুন