নিউইয়র্ক     মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে ফাঁড়িতে হামলায় ৪ পুলিশ নিহত, প্রেসিডেন্টের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২ | ১২:১৫ অপরাহ্ণ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ | ১২:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
পাকিস্তানে ফাঁড়িতে হামলায় ৪ পুলিশ নিহত, প্রেসিডেন্টের হুঁশিয়ারি

পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশে সন্ত্রাসী হামলায় ৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেক পুলিশ আহত হন। রবিবার (১৮ ডিসেম্বর) জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আরোও পড়ুন।পাকিস্তানে ২ প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়ার ঘোষণা ইমরানের

লাক্কি মারওয়াতের পুলিশ স্টেশনে দুই দিক থেকে আক্রমণ চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এতে চার পুলিশ নিহত হন। এ ঘটনার পরপরই পালিয়ে যায় হামলাকারীরা। তাদের ধরতে পুরো এলাকায় জোরালো অভিযানে নেমেছে পুলিশ।

এমন ঘটনায় নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী। আহত পুলিশ সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করেন। সন্ত্রাসীদের নির্মূলের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

এদিকে আহত পুলিশদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন খাইবার পাখতুনের মুখ্যমন্ত্রী মেহমুদ খান। সন্ত্রাসী হামলাকে দুঃখজনক অ্যাখা দিয়ে শহীদদের রক্ত বৃথা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

শেয়ার করুন