নিউইয়র্ক     শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘পাকিস্তানকেও হিন্দু রাষ্ট্রে পরিণত করা যাবে’

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৩ | ১১:২০ অপরাহ্ণ | আপডেট: ০৪ জুন ২০২৩ | ১১:২০ অপরাহ্ণ

ফলো করুন-
‘পাকিস্তানকেও হিন্দু রাষ্ট্রে পরিণত করা যাবে’

বিভিন্ন সময় ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার কথা বলে থাকেন ভারতের হিন্দুত্ববাদী ধর্মগুরুরা। এবার সেখানকার এক ধর্মগুরু পাকিস্তানকেও হিন্দু রাষ্ট্রে পরিণত করার ডাক দিলেন। সম্প্রতি ওই বক্তব্যের ভিডিও ভাইরালও হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, বাগেশ্বর ধাম ট্রাস্টের প্রধান আচার্য ধীরেন্দ্র শাস্ত্রী বলছেন, ‘গুজরাটের মানুষরা ঐক্যবদ্ধ হলে পাকিস্তানকেও হিন্দু রাষ্ট্রে পরিণত করা যাবে।’ বাগেশ্বর ধাম ট্রাস্টের ইউটিউব চ্যানেলে ভিডিওটি রয়েছে। পুরো বক্তব্যের এই অংশটুকু টুইট করেছে সংবাদ সংস্থা এএনআই।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ধীরেন্দ্র শাস্ত্রী বলছেন, ‘গুজরাটবাসী, আমি আপনাদের থেকে অর্থ বা সম্মান নিতে আসিনি। বরং আপনাদের পাইয়ে দিতে এসেছি। যদি এভাবেই আপনারা ঐক্যবদ্ধ থাকেন, তাহলে ভারত তো নিশ্চয়ই, পাকিস্তানকেও হিন্দু রাষ্ট্রে পরিণত করতে পারব আমরা।’ সুরাটে বাগেশ্বর ধাম ট্রাস্টের ‘দিব্য দরবার’ বা সভায় বক্তব্য দেওয়ার সময় ধীরেন্দ্র শাস্ত্রী হিন্দুদের হিন্দুত্বের মন্ত্রে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘অনেকেই প্রশ্ন তোলে যে ভারতকে কীভাবে হিন্দু রাষ্ট্র বানানো যায়? আমি তাদের বলতে চাই, ভারত ইতোমধ্যেই হিন্দু রাষ্ট্র এবং আমাদের দেশ চিরকাল হিন্দু রাষ্ট্রই থাকবে।’ তিনি আরও বলেন, ‘অযোধ্যায় হয়েছে। এরপর কাশী ও মথুরার পালা। সনাতনীদের ঘুম ভেঙে জাগতে হবে।’ তিনি দাবি করেন, হিন্দু রাষ্ট্র হিসেবে ভারত নিজেদের অবস্থান আরও দৃঢ় করলে দেশ থেকে জিহাদ শেষ হয়ে যাবে। এদিকে ধীরেন্দ্র শাস্ত্রী পাক অধিকৃত কাশ্মির নিয়েও বড় মন্তব্য করেন। তিনি বলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মিরের ভগবান রাম ও হিন্দুত্বের প্রয়োজন রয়েছে।’

ধীরেন্দ্র এর আগেও একাধিকবার হিন্দুত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। চলতি বছরের জানুয়ারিতেও একবার হিন্দু রাষ্ট্রের কথা বলেছিলেন বাগেশ্বর ধাম ট্রাস্টের প্রধান। তিনি সেই সময় দাবি করেছিলেন, তার ভক্তরা হিন্দু রাষ্ট্রকে সমর্থন করবে। এদিকে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি বিগত দিনে। এমনকি বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার তাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিয়ে থাকে। সূত্র : সনাতন প্রভাত

এসএ/এমএএস/এমইউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন