নিউইয়র্ক     বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পশ্চিমাদের পরমাণু হামলার হুমকি দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:০৯ পূর্বাহ্ণ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:১১ পূর্বাহ্ণ

ফলো করুন-
পশ্চিমাদের পরমাণু হামলার হুমকি দিলেন পুতিন

পার্লামেন্টে ভাষণ দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : এএফপি

পশ্চিমারা ইউক্রেন থেকে না সরলে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে বলে হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার পার্লামেন্টে দেওয়া ভাষণে পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা কৌশলগত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ স্থগিতের ঘোষণা দিয়ে এ হুমকি দেন।

পার্লামেন্টে আইনপ্রণেতাদের উদ্দেশে পুতিন বলেন, ‘আমি এই বিষয়ে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে, কৌশলগত পরমাণু অস্ত্র চুক্তিতে রাশিয়া তার অংশগ্রহণ স্থগিত করছে।’ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, চুক্তি স্থগিত করায় পরমাণু অস্ত্রের ব্যবহার করতে পারবে মস্কো। যদিও রাশিয়া আগে হামলা চালাবে না বলে জানিয়েছেন পুতিন। তিনি বলেন, ‘অবশ্যই, আমরা প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করব না। কিন্তু যুক্তরাষ্ট্র যদি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়, তাহলে আমরাও করব।’

আরো পড়ুন । রাশিয়াকে আক্রমণের চিন্তা করছে না পশ্চিমারা : বাইডেন

২০১০ সালে ‘নিউ স্টার্ট’ নামের দ্বিপক্ষীয় কৌশলগত পরমাণু অস্ত্র চুক্তি স্বাক্ষর করে বিশ্বের দুই শীর্ষ পারমাণবিক অস্ত্রধারী দেশ রাশিয়া ও যুক্তরাষ্ট্র। সে সময় চুক্তিতে স্বাক্ষর করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর ২০২১ সালে চুক্তির মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হয়। চুক্তিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক ওয়ারহেড, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক বোমাবাহী বিমান মোতায়েন নিয়ন্ত্রণ আরোপিত হয়।

এদিকে মঙ্গলবারের ভাষণে পুতিন আরও বলেন, ইউক্রেনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বৈশ্বিক সংঘাত সৃষ্টি করছে। বৈশ্বিক সংঘাতের সৃষ্টি করে মস্কোকে পরাজিত করতে পারবে ভেবে এমনটা করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এ সময় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে পুতিন বলেন, রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে বাধ্য করছে তারা।

এসএ/এমএএস/এমইউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন