নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন মলদোভার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:৪১ পূর্বাহ্ণ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:৪১ পূর্বাহ্ণ

ফলো করুন-
পদত্যাগ করলেন মলদোভার প্রধানমন্ত্রী

দায়িত্ব নেওয়ার ১৮ মাসের মাথায় পদত্যাগ করলেন মলদোভার প্রধানমন্ত্রী নাটালিয়া গ্যাভ্রিলিটা। বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট মায়া সানদু। নাটালিয়া গ্যাভ্রিলিটার জায়গায় প্রেসিডেন্ট তার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা দোরিন রেচানকে নিয়োগ করেছেন। রেচান অতিসত্তর পার্লামেন্টের অনুমোদন পাবেন বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মলদোভার আকাশসীমায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ওড়ার খবরের কয়েক ঘণ্টা পরই প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা আসে।

নাটালিয়া গ্যাভ্রিলিটা বলেন, তার সরকার ২০২১ সালে নির্বাচিত হয়। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের কারণে এতটা সংকটে পড়তে হবে কেউ ভাবেনি। রাশিয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আগ্রাসন শুরুর পরই আমাদের জ্বালানি নিয়ে ব্ল্যাকমেইল করা হয়েছে।’

রাশিয়ার গ্যাসের ওপর শতভাগ নির্ভরশীল ছিল মলদোভা। ইউক্রেন আগ্রসানের পর রাশিয়া মলদোভায় গ্যাসের সরবরাহ কমিয়ে দেয়। দেশটিতে আকাশচুম্বী মূল্যস্ফীতি দেখা দেয় এবং উচ্চ জ্বালানিমূল্যের কারণে অস্থিতিশীলতা সৃষ্টি হয়।

শেয়ার করুন