নিউইয়র্ক     বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ন্যাটোর পারমাণবিক সক্ষমতাকে উপেক্ষা করা যাবে না : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:০২ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:০২ পূর্বাহ্ণ

ফলো করুন-
ন্যাটোর পারমাণবিক সক্ষমতাকে উপেক্ষা করা যাবে না : পুতিন

পুতিন বলেছেন, তিনি বলেছেন, ন্যাটোর পারমাণবিক ক্ষমতাকে উপেক্ষা করতে পারে না রাশিয়া। ছবি : আরটি

রাশিয়াকে অবশ্যই ন্যাটোর পারমাণবিক সক্ষমতার বিষয়টিকে বিবেচনায় নিতে হবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ন্যাটোর পারমাণবিক ক্ষমতাকে উপেক্ষা করতে পারে না রাশিয়া।

রশিয়া ১ টেলিভিশনকে পুতিন বলেন, ‘বর্তমান পরিস্থিতে নেতৃস্থানীয় ন্যাটো দেশগুলো তাদের লক্ষ্য ঘোষণা করেছে। তারা আমাদের কৌশলগত পরাজয় চাচ্ছে। তারা চাইছে, আমাদের জনগণ যেন ক্ষতিগ্রস্থ হয়। এই পরিস্থিতিতে আমরা কীভাবে তাদের পারমাণবিক সক্ষমতা উপেক্ষা করতে পারি?’ তিনি আরও বলেন, ‘পশ্চিমের লক্ষ্য সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং এর মৌলিক অংশ – রাশিয়ান ফেডারেশনকে ভেঙে ফেলা।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘নিউ স্টার্ট আর্মস রিডাকশন চুক্তি’ থেকে রাশিয়া সরে যাওয়ার ২৪ ঘণ্টা পর এ মন্তব্য করেন পুতিন। চুক্তিটি রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শীতল যুদ্ধ-পরবর্তী পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের শেষ প্রধান স্তম্ভ। সূত্র: আলজাজিরা
এমইউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন