নিউইয়র্ক     শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিহত মায়ের গর্ভ থেকে জীবিত সন্তান ভূমিষ্ঠ করলেন গাজার চিকিৎসকেরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১২:০৭ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ০৮:৩০ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিহত মায়ের গর্ভ থেকে জীবিত সন্তান ভূমিষ্ঠ করলেন গাজার চিকিৎসকেরা

ছবি: সংগৃহীত

জন্ম হওয়ার আগেই একটি শিশুর প্রাণ বাঁচিয়েছেন গাজার চিকিৎসকেরা। ইসরায়েলি বোমা হামলায় নিহত এক মায়ের গর্ভ থেকে ওই শিশুটিকে ভূমিষ্ঠ করা হয়েছে। আজ বুধবার আনাদুলু এজেন্সি এই খবর জানিয়েছে।

আনাদুলুকে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকায় অবস্থিত নাসের হাসপাতালের চিকিৎসক আল-নওয়াজা বলেন, ‘ইসরায়েলি বোমা হামলায় মারা যাওয়ার পর গত মঙ্গলবার শিশুটির মাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।’ তিনি জানান, হাসপাতালে আনার পরপরই মৃত মায়ের গর্ভ থেকে শিশুটিকে বের করে আনেন চিকিৎসকেরা।

নওয়াজা বলেন, ‘শিশুটি এখনো জীবিত। তাকে পুনরুজ্জীবিত করার পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। নবজাতক ওয়ার্ডে শিশুটিকে অক্সিজেনে রাখা হয়েছিল।’ ফিলিস্তিনি ওই চিকিৎসক জানিয়েছেন, শিশুটির অবস্থা এখন স্থিতিশীল। তার নাম রাখা হয়েছে শায়মা। জানা গেছে, গাজার মধ্যবর্তী দেইর আল-বালাহ শহরে ইসরায়েলি বিমান হামলায় শায়মার ২৩ বছর বয়সী মায়ের মৃত্যু হয়েছিল। বিমান হামলায় শিশুটির বাবাও মারা গেছেন। তবে দাদি বেঁচে আছেন।

শেয়ার করুন