নিউইয়র্ক     বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউ ইয়র্ক সিটির সাবওয়ে সিষ্টেমে ব্যবহারের জন্য সর্বাধুনিক প্রযুক্তির ট্রেন যোগ হচ্ছে বছরের শেষ নাগাদ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৩:০৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:০০ অপরাহ্ণ

ফলো করুন-
নিউ ইয়র্ক সিটির সাবওয়ে সিষ্টেমে ব্যবহারের জন্য সর্বাধুনিক প্রযুক্তির ট্রেন যোগ হচ্ছে বছরের শেষ নাগাদ

নিউ ইয়র্ক সিটির সাবওয়ে সিষ্টেমে ব্যবহারের জন্য নতুন ধরনের ট্রেন এর প্রথম চালান (আর ২১১ সিরিজ) মেট্রপলিটান ট্রান্সপোর্ট অথরিরিটির হাতে এসেছে। তবে সেগুলিকে ব্যবহার করতে চলতি বছরের শেষ নাগাদ সময় লাগতে পারে বলে জানিয়েছে এমটিএ কর্তৃপক্ষ । আপাতত: ২টি ট্রেন ব্যবহার করা হবে এ/সি লাইনে। বেশ কিছুদিন নানাবিথ পরীক্ষানিরীক্ষার পর পুরোমাত্রায় ব্যবহার যোগ্য হিসিবে সব লাইনে প্রবর্তন করা হবে ।

মেট্রপলিটান ট্রান্সপোর্ট অথরিরিটি ৩.২ বিলিয়ন ডলার ব্যয়সাপেক্ষ আর ২১১ সিরিজ এর ১২০০টি ট্রেনকার ক্রয়ের আদেশ দেবে বলে জানিয়েছে। সর্বাধুনিক প্রযুক্তির আর ২১১ সিরিজ ট্রেনকারের বৈশিষ্ঠ হচ্ছে সুপরিসর, এক ট্রেন থেকে অপর ট্রেনে চলাচল করার উম্মুক্ত পথ, হ্যান্পকেপ যাত্রীদের জন্য স্বচ্ছন্দে চলাফেরার সুবিধা ইত্যাদি।

শেয়ার করুন