নিউইয়র্ক     শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২২ | ০১:০৮ অপরাহ্ণ | আপডেট: ২২ অক্টোবর ২০২২ | ০১:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত

নিউইয়র্ক : গত ১৬ অক্টোবর, রবিবার জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান।

ঈদ এ মিলাদুন্নবী সা. অর্গানাইজিং কমিটি অব নর্থ আমেরিকা ইনক এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের আহবায়ক ছিলেন আলী আকবর বাপ্পী। সদস্য সচিব ছিলেন মোহাম্মদ সেলিম (হারুন)।

আলোচনায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের ইসলামিক রিসার্স সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি আওলাদে রাসুল মাওলানা ড. সাইয়্যিদ এরশাদ আহম্মেদ আল বোখারী। আয়োজন ছিল নাত প্রতিযোগিতারও।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কের বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করেছিলেন জেবিবিএ’র প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, রিয়েল এস্টেট ইনভেষ্টর নূরুল আজিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী আশরাফ হোসেন নয়ন, এটর্নী মঈন চৌধুরী, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম, চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।

আলোচনা পর্বের সঙ্গে চট্টগ্রামের মেজবানে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

শেয়ার করুন