নিউইয়র্ক     মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক প্রাইমারিতে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি পদে মিলিন্ডা, সিটি কাউন্সিল মেম্বার পদে শাহানা ও শেখর বিজয়ী

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৩ | ০৭:০২ পূর্বাহ্ণ | আপডেট: ০২ জুলাই ২০২৩ | ০৭:০২ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক প্রাইমারিতে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি পদে মিলিন্ডা, সিটি কাউন্সিল মেম্বার পদে শাহানা ও শেখর বিজয়ী

গত ২৭ জুন অনুষ্ঠিত নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি পদে মিলিন্ডা কাটজ, সিটি কাউন্সিল সদস্য পদে ব্রুকলীন থেকে শাহানা হানিফ ও ও জ্যাকসন হাইটস থেকে শেখর কৃষনান পুন:নির্বাচিত হয়েছেন। তবে জ্যামাইকা থেকে সিটি কাউন্সিল নির্বাচনে অপর বাংলাদেশী বংশোদ্ভুত প্রার্থী রুবাইয়া রহমান শক্তপ্রতিদ্বন্ধী লিন্ডা লি-র বিরুদ্ধে সফল হতে পারেন নি ।

মিলিন্ডা কাটজ কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি পদে পুনরায় জয়ী হলেন। তিনি পেয়েছেন প্রায় শতকরা ৭১ ভাগ ভোট। তার বিপরীতে ডেমক্রেট দলের অন্যান্য প্রার্থীরা ছিলেন জর্জ গ্রাসে ও ডেভিয়েন ডানিয়েলস। সিটি কাউন্সিল মেম্বার পদে বাংলাদেশি বংশোদভূত শাহানা হানিফ ব্রুকলিনের ডিস্ট্রিক্ট ৩৯ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস ও এলমাস্ট এলাকা ডিস্ট্রিক্ট ২৫ থেকে সিটি কাউন্সিল মেম্বার পদে প্রাইমারিতে বিজয়ী হয়েছেন শেখর কৃষনান। তিনি পেয়েছেন শতকরা ৬৪ ভাগ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্যাসিকো পেয়েছেন শতকরা ২৪ ভাগ ভোট। গত মঙ্গলবার ২৭ জুন সিটির ৫১ টি সিটি কউিন্সিলের সদস্য পদেই প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে ৪৯টি ডিস্ট্রিক্টেই ইনকামবেন্ট সদস্যরা নির্বাচন করেছেন।

আগামী নভেম্বরে সাধারন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীরা রিপাবলিকানদের বিরুদ্ধে লড়বেন। সিটিতে শতকরা ৭৫ ভাগ ভোটার রেজিস্টার্ড ডেমোক্র্যাট হওয়ায় প্রাইমারিতে সাধারণত বিজয়ীরাই বিজয়ী হয়ে থাকেন। এ বিবেচনায় ডেমোক্র্যাট প্রার্থীদের বেলায় প্রাইমারি নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ন।
এই প্রাইমারি নির্বাচনে মিলিন্ডা কাটজের সর্মথনে সরাসরি কাজ করেছেন কমিউনিটির পরিচিত মুখ এটর্নি মঈন চৌধুরী। তার নেতৃত্বেই জ্যাকনসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় সমাবেশ করে বাংলাদেশিরা মিলিন্ডাকে সর্মথন দেয়।

শেখর কৃষনানের পক্ষে সরাসরি ভোটে নেমেছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. আবু জাফর মাহমুদ। তিনি গত ১টি মাস তার অনুসারি, সর্মথক ও বাংলা সিডিপ্যাপের স্টাফদের নিয়ে বিরামহীনভাবে শেখরের পক্ষে কাজ করেছেন। ভোটারদের কাছে ভোট চেয়েছেন। জনসাধারনের মধ্যে পোষ্টার ও লিফলেট বিলি করেন। তার কাজেই নির্বাচনে শেখরের পক্ষে ঢেউ উঠে।সুত্র ইউএসএ নিউজ

শেয়ার করুন