নিউইয়র্ক     শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে স্ট্যাটেন আইল্যান্ডের প্রভাবশালী ১০০ জনের তালিকায় অ্যাসাল সেক্রেটারী করিম চৌধুরী

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২ | ১২:২৫ অপরাহ্ণ | আপডেট: ২১ নভেম্বর ২০২২ | ১০:২০ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্কে স্ট্যাটেন আইল্যান্ডের প্রভাবশালী ১০০ জনের তালিকায় অ্যাসাল সেক্রেটারী করিম চৌধুরী

নিউইয়র্ক : অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র ন্যাশনাল কমিটির সেক্রেটারী মোহাম্মদ করিম চৌধুরী ২০২২ সালে মর্যাদাপূর্ণ রাজনৈতিক জার্নাল সিটি অ্যান্ড স্টেট কতৃক স্ট্যাটেন আইল্যান্ডের পাওয়ার ওয়ান হানড্রেডের একজন হিসেবে তালিকাভূক্ত হয়েছেন। তিনি ২০২১ সালেও স্ট্যাটেন আইল্যান্ডের পাওয়ার ওয়ান হানড্রেডের একজন মনোনীত হয়েছিলেন।

বাংলাদেশি-আমেরিকান মোহাম্মদ করিম চৌধুরী ২০১৫ সাল থেকে অ্যাসাল’র ন্যাশনাল কমিটির সেক্রেটারীর দায়িত্ব পালন করছেন। তার দায়িত্বকালে অ্যাসাল এর ১০টি চ্যাপ্টার থেকে ১৮টি চ্যাপ্টারে উন্নিত করা সম্ভব হয়েছে।

২০০১ সালে যখন তিনি সিটি অব নিউইয়র্কের একজন ফ্রড ইনভেষ্টিগেটর হিসেবে তার সিভিল সার্ভিস শুরু করেছিলেন। তখন থেকে তিনি নিউইয়র্ক সিটির শ্রমিক আন্দোলনে একজন প্রভাবশালী শ্রমিক নেতা হিসেবে পরিচিতি পান।

করিম চৌধুরী ২০০৭ সাল পর্যন্ত লকাল ৩৭১ এর একজন সক্রিয় ইউনিয়ন নেতা ছিলেন। তিনি নিউইয়র্ক স্টেটের সিভিল সার্ভিস সিস্টেমে চলে আসেন। যোগদান করেন নিউইয়র্ক সিটির পাবলিক এমপ্লয়ি ফেডারেশনে। সেসময় সেখানে তিনি শ্রম ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও নিরাপত্তাসহ মাল্টিপল স্টেটওয়াইড পজিসনের দায়িপ্ত পালন করেন।

তিনি জয়েন্ট অ্যাফারমেটিভ অ্যাকশন, নিউিইয়র্ক সিটির সিএলসি ডেলিগেট এবং পিইএফ এক্সিকিউটিভ বোর্ড সদস্য ছিলেন।

করিম চৌধুরী রিচমন্ড কাউন্টি ডেমোক্রেটিক পার্টির নির্বাহী বোর্ডের সদস্য এবং ২০১৮ সাল থেকে এডি ৬১ এর জুডিশিয়াল ডেলিগেট পদে অধিষ্ঠিত রয়েছেন। করিম চৌধুরী ২০১৯ সালে বাইডেন-হ্যারিস স্লেটের জন্য ডিএনসি প্রতিনিধি হিসেবেও নির্বাচিত হন।

অতি সম্প্রতি মূলধারার রাজনীতিতে স্ট্যাটেন আইল্যান্ডের শ্রমিক শ্রেণিকে সংগঠিত, সম্পৃক্ত, সংগঠিত করতে এবং ক্ষমতায়নের জন্য করিম চৌধুরীকে রিচমন্ড কাউন্টি ডেমোক্রেটিক পার্টির লেবার চেয়ার হিসেবে নিযুক্ত করা হয়।

দক্ষিণ এশীয় আমেরিকান এবং শ্রমিক শ্রেণীর মান উন্নয়ন করার জন্য করিম চৌধুরীর কঠোর পরিশ্রম পলিটিক্যাল পাওয়ার হাউজগুলোর নজর আসে। তিনি সিটি, স্টেট এবং ফেডারেলের ইলেকটেড অফিসিয়ালদের দ্বারা স্বীকৃত হন এবং বিভিন্ন সাইটেশনসহ প্রোক্লামেশন প্রাপ্ত হন। ২০১৮ সালে ইউএস কংগ্রেসে কংগ্রেসম্যান ম্যাক্স রোজ কতৃক করিম চৌধুরীকে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, এই ১০০ জন প্রভাবশালীর তালিকায় এক নম্বরে আছেন বর্তমান কংগেসওমেন নিকোল ম্যালিওটোকিস, দুই নম্বরে স্ট্যাটেন আইল্যান্ড ডিস্ট্রিক্ট এটর্নি মাইকেল ম্যাকমাহোন, তৃতীয় স্ট্যাটেন আইল্যান্ড বরো প্রেসিডেন্ট ভিটো ফোসেলা। এছাড়াও এই তালিকায় রয়েছেন নিউইয়র্ক স্টেট সিনেট, এসেম্বলি ও সিটি কাউন্সিলের সদস্যবৃন্দ।

শেয়ার করুন