নিউইয়র্ক     বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কের গভর্ণর ক্যাথি হুকুল ব্রঙ্কসে বাংলাদেশি কমিউনিটির সমর্থন চাইলেন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২ | ০৩:০৯ অপরাহ্ণ | আপডেট: ০৫ নভেম্বর ২০২২ | ০৩:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্কের গভর্ণর ক্যাথি হুকুল ব্রঙ্কসে বাংলাদেশি কমিউনিটির সমর্থন চাইলেন

নিউইয়র্ক : নিউ ইয়র্ক ষ্টেট এর গভর্ণর ক্যাথি হুকুল আসন্ন নির্বাচনে ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটির সমর্থন চাইলেন।

গত ১ নভেম্বর সকালে ব্রঙ্কসের খলিল হালাল চায়নিজ হলে নিউইয়র্ক স্টেট গভর্ণর প্রার্থী ক্যাথি হুকুল তার সমর্থনে আয়োজিত সভায় অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার লক্ষে গভর্ণর পদে তাকে পুনর্নির্বাচিত করার আহ্বান জানান। বর্তমানে নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রে আইন শৃঙ্খলা টরিস্থিতির অবনতি একটি জাতীয় সমসা হিসেবে আখ্যায়িত করেন এবং পরিস্থিতির উন্নতির জন্য তাঁর সর্বাত্মক প্রচেষ্ঠার কথা উল্লেখ করেন।

সভায় মূলধারার রাজনীতিক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী, সাংবাদিকসহ বাংলাদেশী কমিউনিটি নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মূলধারার নারী নেত্রী মাজেদা উদ্দিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে গভর্ণর ক্যাথি হুকুল ছাড়াও বক্তব্য রাখেন স্টেট অ্যাসেম্বলীওমেন ন্যাথালিয়া ফার্নান্দেজ, অ্যাসেম্বলীওমেন কারিনাজ রেইজ, কাউন্সিলওমেন আমান্ডা ফারিয়াজ।

খলিল বিরিয়ানী হাউজ ও খলিল হালাল চাইনিজ এর প্রেসিডেন্ট অ্যান্ড সিইও বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান, সমাজকর্মী মাজেদা উদ্দিন, কম্যুনিটি এক্টিভিষ্ট মোহাম্মদ এন মজুমদার, আলহাজ্ব খবিরউদ্দিন ভুইয়া, রাজনীতিক আব্দুর রহিম বাদশা, নুরে আলম জিকুসহ বাংলাদেশী কমিউনিটি নের্তৃবৃন্দ গভর্ণর ক্যাথি হুকুলকে ফুলেল শুভেচ্ছা জানান।

শেয়ার করুন