নিউইয়র্ক     বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন রুশ যুদ্ধবিমান পাচ্ছে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২ | ০১:৫৫ অপরাহ্ণ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ | ০১:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
নতুন রুশ যুদ্ধবিমান পাচ্ছে মিয়ানমার

রাশিয়ার কাছ থেকে নতুন সুখই এসইউ-৩০এসএম যুদ্ধবিমান পেতে যাচ্ছে মিয়ানমার। জান্তা মুখপাত্র মেজর জেনারেল ঝাও মিন তুন মঙ্গলবার বলেছেন, চলতি মাসে রাশিয়া সফরে সামরিক সরকার প্রধান মিন অং হ্লাইং ব্যক্তিগতভাবে এগুলোর উৎপাদন পরিদর্শন এবং পরীক্ষা করে দেখেছেন। শিগগিরই এগুলো মিয়ানমারকে সরবরাহ করবে রাশিয়া। মিয়ানমার-বিষয়ক সংবাদমাধ্যম ইরাবতী এখবর জানিয়েছে।

২০১৮ সালে স্বাক্ষরিত ২০৪ মিলিয়ন ডলার মূল্যের একটি চুক্তির আওতায় মিয়ানমারের কাছে ছয়টি যুদ্ধবিমান বিক্রি করছে রাশিয়া।এই বছরের মার্চ মাসে দুটি যুদ্ধবিমান পেয়েছে মিয়ানমার। বাকিগুলো খুব শিগগিরই সরবরাহ করবে রাশিয়া।

দীর্ঘদিন ধরে রাশিয়ার সামরিক সরঞ্জাম ব্যবহার করে আসছে মিয়ানমার। গত বছরের সামরিক অভ্যুত্থানের পর জান্তা প্রধান তিনবার রাশিয়া সফর করেছেন। তিনি নিজেও রুশ অস্ত্রের ভক্ত। তিনি বলেছেন, আমি এগুলো পছন্দ করি।

স্টকহোমের আন্তর্জাতিক পিস রিসার্চ ইন্সটিটিউট বলেছে, ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত মিয়ানমারের কাছে রাশিয়া আরও ২৪৭ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রি করেছে। রাশিয়ার কাছ থেকে মিয়ানমারের ক্রয়কৃত সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে মিগ-২৯ যুদ্ধবিমান এবং ইয়াক-১৩০ কম্ব্যাট ট্রেইনার, এমআই-১৭, এমই-২৪ ও এমআই-৩৫ যুদ্ধের হেলিকপ্টারসহ অন্যান্য অস্ত্র।

এমন সময় মিয়ানমার জান্তা নতুন রুশ যুদ্ধবিমান শিগগিরই পাওয়ার কথা জানালো যখন দেশটির সেনাদের গুলিবর্ষণে ১১ স্কুল শিশু নিহতের ঘটনায় শোক বিরাজ করছে। শুক্রবার সাগাইং অঞ্চলে হেলিকপ্টার থেকে স্কুলে গুলিবর্ষণে এই হতাহতের ঘটনা ঘটেছে। এখনও নিখোঁজ রয়েছে ১৫ শিশু।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, রুশ নির্মিত এমআই-৩৫ হেলিকপ্টার থেকে স্কুলে গুলিবর্ষণ করা হয়েছে। জান্তার দাবি, স্কুলে প্রতিরোধ যোদ্ধারা লুকিয়ে ছিল। তবে স্থানীয়রা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

পরিচয়/সোহেল

শেয়ার করুন