নিউইয়র্ক     শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

দুবাইয়ে চালকবিহীন বৈদ্যুতিক উড়ন্ত গাড়ি চালালো চীনা প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২ | ১২:২৩ অপরাহ্ণ | আপডেট: ১২ অক্টোবর ২০২২ | ১২:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
দুবাইয়ে চালকবিহীন বৈদ্যুতিক উড়ন্ত গাড়ি চালালো চীনা প্রতিষ্ঠান

দুবাইয়ে একটি চালকবিহীন বৈদ্যুতিক উড়ন্ত গাড়ি চালিয়ে দেখিয়েছে চীনা এক প্রতিষ্ঠান। সোমবারের এই উড্ডয়ন পরীক্ষায় উড়ুন্ত গাড়িতে ছিল না কোনো মানুষ। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত বছরের জুলাইয়ে তারা মানুষসহ গাড়িটি পরীক্ষা করে দেখেছে। উড্ডয়ন প্রতিষ্ঠান চীনের গুয়াংজুভিত্তিক এক্সপেং ইনকরপোরেশন এক্সপেং এক্স২ নামের এই উড়ন্ত গাড়ি তৈরি করেছে।

বিশ্বজুড়ে ডজনখানেক উড়ন্ত গাড়ির প্রজেক্টের মধ্যে এটি একটি। তবে যাত্রীসহ উড্ডয়ন পরীক্ষায় সফল হয়েছে হাতেগোনা কয়েকটি। তাছাড়া মাঠ পর্যায়ে এই পরিষেবা চালু করতে কয়েক বছর লেগে যেতে পারে। ভবিষ্যতের এই প্রযুক্তি ব্যবহার করে শহরের যানজট কাটিয়ে যাত্রীদের অনায়াসে আকাশপথে কম সময়ে নির্বিঘ্নভাবে গন্তব্যে পৌঁছে দেয়া যাবে। মসৃণভাবে ডিজাইন করা আট প্রপেলারযুক্ত এই উড়ন্ত গাড়িটি দু’জন যাত্রী বহন করতে সক্ষম। প্রতিষ্ঠানটির দাবি, গাড়িটি ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে ছুটতে পারে।

পরিচয়/সোহেল

শেয়ার করুন