নিউইয়র্ক     শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তুরস্কের অস্ত্রভান্ডারে যুক্ত হলো নতুন ক্ষেপণাস্ত্র ‘টাইফুন’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৩ | ০২:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ মে ২০২৩ | ০২:৪২ পূর্বাহ্ণ

ফলো করুন-
তুরস্কের অস্ত্রভান্ডারে যুক্ত হলো নতুন ক্ষেপণাস্ত্র ‘টাইফুন’

তুরস্কের রিজে টাইফুনের পরীক্ষা চালানো হয়। ছবি : আনাদুলু এজেন্সি

নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ‘টাইফুন’। তুরস্কের ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রোকেতসান এটি তৈরি করেছে। আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, আজ মঙ্গলবার (২৩ মে) দেশটির কৃষ্ণ সাগর প্রদেশ রিজে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুনের সফল পরীক্ষা চালিয়েছে।

তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্সির প্রধান ইসমাইল ডেমির প্রকল্পের সঙ্গে জড়িত দলকে অভিনন্দন জানিয়েছেন। টাইফুন এখন পর্যন্ত তুরস্কের সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। এর আগে সংস্থাটি ২০২২ সালের অক্টোবরে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করেছিল। তখন এটি ৫৬০ কিলোমিটার (প্রায় ৩৪৮ মাইল) দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল। সম্প্রতি তুর্কি প্রযুক্তি প্রতিষ্ঠান রবিট টেকনোলজি দীর্ঘ পাল্লার ফ্লাইট দূরত্বসহ ‘আজাব’ নামে একটি নতুন বহুমুখী কামিকাজে ড্রোন তৈরি করেছে। এরই মধ্যে এটি সব ফ্লাইট পরীক্ষায় সফলভাবে পাস করেছে।

আনাদুলু এজেন্সির খবরে বলা হয়, ডেল্টা-উইংড প্ল্যাটফর্ম (যার উচ্চ পেলোড ক্ষমতা রয়েছে) সব ফ্লাইট পরীক্ষায় সফল হয়েছে। মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেল (ইউএভি) এর ফায়ারিং টেস্ট শিগগিরই চালানোর পরিকল্পনা করা হয়েছে। এই ড্রোন ২০০ কিলোমিটার (১২৪ মাইল) পর্যন্ত অপারেশন পরিচালনা করতে পারে। এটি জিপিএসের মাধ্যমে লক্ষ্যবস্তুকে ধ্বংস করে। সূত্র : সাম্প্রতিক দেশকাল

এসএ/এমএএস/এমইউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন