নিউইয়র্ক     বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জি-২০ সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানাবে না ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৩ | ০৫:১৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ জুন ২০২৩ | ০৬:৩০ পূর্বাহ্ণ

ফলো করুন-
জি-২০ সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানাবে না ভারত

২০টি শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশের শীর্ষ সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ করেনি ভারত। ফাইল ছবি: এপি

ভারত সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ২০টি শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশের শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছে না ইউক্রেন। এই পরিকল্পনার কথা বৃহস্পতিবার জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। তিনি বলেন, ‘আমাদের আমন্ত্রিত সদস্য এবং সংস্থাগুলোর জন্য জি-২০ সম্মেলন। ডিসেম্বরে আমরা জি-২০’র সভাপতিত্ব গ্রহণ করার সঙ্গে সঙ্গে সেই তালিকা ঘোষণা করেছি।’

ইউক্রেন জি-২০ সদস্য নয়। তবে গত বছরের জি-২০ সম্মেলনে অংশগ্রহণের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছিল ইন্দোনেশিয়া। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা এড়িয়ে গেছে ভারত। কূটনীতি ও আলাপ-আলোচনার মাধ্যমে যুদ্ধ অবসানের চেষ্টা করছে দিল্লি। জয়শঙ্কর বলেন, ‘বিষয়টা এমন কিছু না যে এটিকে আমরা পর্যালোচনা করছি কিংবা তা নিয়ে আমরা কারও সঙ্গে আলোচনা করছি।’

ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক খাদ্য ও জ্বালানি সরবরাহে ব্যাঘাত দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মে মাসে জাপানে সাত শিল্পোন্নত দেশের গ্রুপের শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ায় পর এটি ছিল তাদের প্রথম বৈঠক।

ভারত তার শীতল মিত্র রাশিয়ার সঙ্গে বাণিজ্য আরও মজবুত করার চেষ্টা করছে। যুদ্ধের মধ্যেই মস্কো থেকে রেকর্ড পরিমাণ অপরিশোধিত ক্রয় অব্যাহত রেখেছে দিল্লি। ভারত তার প্রতিরক্ষা সরঞ্জামের প্রায় ৬০ শতাংশ রাশিয়ার ওপর নির্ভর করে।

এই অবস্থায় এপ্রিলে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করতে এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে সহায়তা করতে ভারতের কাছে অনুরোধ করেছিলের ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তা এমিন জাপারোভা। সে সময় তিনি ভারতের সঙ্গে একটি শক্তিশালী ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আগ্রহের কথা জানিয়েছিলেন। ইউক্রেনের অনুরোধে সাড়া দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের পাশাপাশি ইউক্রেনে স্কুল বাস সরবরাহ করবে ভারত। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন