নিউইয়র্ক     বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জার্মানিতে ভোটারের সর্বনিম্ন বয়স ১৬ করতে চায় সরকার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৩ | ০৭:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: ১১ জুন ২০২৩ | ০৭:৩৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
জার্মানিতে ভোটারের সর্বনিম্ন বয়স ১৬ করতে চায় সরকার

জার্মানির সংবিধান অনুযায়ী, কোন জার্মান নাগরিক ১৮ বছর বয়স হলেই ভোট দিতে পারবেন৷ এই বয়স কমিয়ে ১৬ বছর করার কথা ভাবছে দেশটির মধ্যবামপন্থি সরকার৷ জোট সরকারের তিন দল সামাজিক গণতন্ত্রী এসপিডি, নব্য উদারপন্থি ব্যবসাবান্ধব দল এফডিপি ও পরিবেশবান্ধব গ্রিন পার্টি এই নীতিকে সমর্থন করছে৷

তবে এ নিয়ে মিশ্র মতামত জনমনে৷ জনমত জরিপে দেখা গেছে, অন্তত ৬০ ভাগ মানুষ এই ধারণাটিকে পছন্দ করছেন না৷ জরিপ সংগঠন আইএনএসএ সম্প্রতি এমন একটি জরিপে দেখেছে, ৬২ ভাগ সংসদ নির্বাচনে এত কমবয়সীদের অংশগ্রহণের সিদ্ধান্ত না নেয়ার পক্ষে মত দিয়েছে৷ সাত বছর আগেও এমন আরেক জরিপে দেখা গেছে, ৮০ ভাগ মানুষ বিষয়টিকে সমর্থন করছেন না৷

এদিকে, জোট সরকারের তিন দল বিষয়টিকে সমর্থন করলেও রক্ষণশীল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন-সিডিইউ ও তাদের সহযোগী ক্রিস্টিয়ান সোশ্যাল ইউনিয়ন-সিএসইউ তা সমর্থন করেনি৷ তাদের সমর্থকদের মধ্যে বয়স্ক লোকের সংখ্যা বেশি৷ হিসাবে দেখা গেছে, ১৬ বছর ভোটারের সর্বনিম্ন বয়স হলে নতুন ১৫ লাখ ভোটার যুক্ত হবেন আগামী নির্বাচনে৷ ২০২১ সালের নির্বাচনে মোট ছয় কোটি ১১ লাখেরও বেশি ভোটার নিবন্ধিত ছিলেন৷ সূত্র: ডয়চে ভেলে।

শেয়ার করুন