নিউইয়র্ক     শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রিসে নৌকাডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৩ | ০১:০৫ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ জুন ২০২৩ | ০১:০৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
গ্রিসে নৌকাডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৯

গ্রিসের কোস্ট গার্ডের প্রকাশ করা ছবিতে ডুবে যাওয়ার আগে অভিবাসপ্রত্যাশীদের বহনকারী মাছ ধরার নৌকাটি। ছবি : হেলেনিক কোস্ট গার্ড

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি মাছ ধরা নৌকা ডুবে অন্তত ৭৯ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় শতাধিক। গ্রিসের কর্মকর্তারা ও উদ্ধার পাওয়া লোকজন জানিয়েছেন, নৌকাটিতে থাকা আরও কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছে। এই ঘটনাকে গ্রিসের অন্যতম বৃহত্তম ‘শরণার্থী ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছে এবং তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

বিবিসি জানিয়েছে, নৌকাটি ডুবেছে গ্রিসের পাইলোস শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। গ্রিসের কোস্ট গার্ড বলেছে, গত মঙ্গলবার দিনশেষে আন্তর্জাতিক জলসীমায় নৌকাটি দেখা যায় ইইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান থেকে। নৌকাটিতে থাকা যাত্রীদের কেউই লাইফ জ্যাকেট পরা ছিল না এবং কোনও সাহায্য নিতেও অস্বীকৃতি জানিয়েছিল। একটি উপকূলরক্ষী নৌকা তখন ইতালি যাওয়ার পথে এটির কাছে এসে সাহায্যের প্রস্তাব দেয়। কয়েক ঘণ্টা পরে নৌকাটি ডুবে যায় এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়। রাষ্ট্রীয় সম্প্রচারকারী ইআরটি বলেছে, এটি লিবিয়ার শহর টোব্রুক থেকে যাত্রা করেছিল যা গ্রীক দ্বীপের দক্ষিণে অবস্থিত। বোর্ডে অবস্থানকারী বেশিরভাগই যুবক যাদের বয়স ২০ এর কোটায়।

গ্রীক কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তার বন্দর ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি তবে নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন, নৌকায় থাকা বেশিরভাগই মিসর, সিরিয়া এবং পাকিস্তানের। জীবিতদের কালামাতা শহরে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে গ্রিস এখন মধ্যপ্রাচ্য, এশিয়া এবং আফ্রিকা থেকে শরণার্থী এবং অভিবাসীদের জন্য ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের অন্যতম প্রধান পথ। বেশিরভাগই কাছাকাছি তুরস্ক থেকে গ্রীক দ্বীপে যায়, তবে ক্রমবর্ধমান সংখ্যক নৌকাও তুরস্ক থেকে গ্রিস হয়ে ইতালি পর্যন্ত দীর্ঘ এবং আরও বিপজ্জনক যাত্রার দিকে যাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুসারে, প্রায় ৭২ হাজার শরণার্থী এবং অভিবাসী এই বছর ইউরোপের প্রথম সারির দেশ ইতালি, স্পেন, গ্রীস, মাল্টা এবং সাইপ্রাসে এসেছে। এদের বেশিরভাগ ইতালিতে অবতরণ করেছে। সূত্র : সাম্প্রতিক দেশকাল

এসএ/এমএএস/এমইউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন