নিউইয়র্ক     বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

খোঁজ পাওয়া গেলো সম্রাট নিরোর দুই হাজার বছর পুরানো থিয়েটারের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩ | ০৭:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ০১ আগস্ট ২০২৩ | ০৭:৪২ পূর্বাহ্ণ

ফলো করুন-
খোঁজ পাওয়া গেলো সম্রাট নিরোর দুই হাজার বছর পুরানো থিয়েটারের

বৃহস্পতিবার ইতালির রাজধানী রোমে মাটির নিচে সম্রাট নিরোর ব্যক্তিগত একটি থিয়েটারের খোঁজ পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। সিএনএনের খবর অনুসারে, ভ্যাটিকান থেকে কয়েক মিটার দূরে এই থিয়েটারের খোঁজ পাওয়া যায়। এই মহামূল্যবান আবিষ্কারটি করেছেন রোমের স্পেশ্যাল সুপারইনটেনডেন্ট ড্যানিয়েলা পোরো।

প্রাচীন এই থিয়েটারের অস্তিত্বের কথা রোমান লেখক ও ইতিহাসবিদ প্লিনি দ্য এল্ডার তার এক লেখায় উল্লেখ করেছিলেন। তবে তার সে লেখায় ছিল না কোনো তথ্য এর অবস্থান সম্পর্কে। ২০২০ সালে স্থানটিতে শুরু হওয়া খননকাজের নেতৃত্ব দিচ্ছেন প্রত্নতত্ত্ববিদ মার্জিয়া ডি মেন্তো।

প্রায় দুই হাজার বছরের পুরোনো এই থিয়েটারে মিলেছে চমৎকার মার্বেল পাথরে তৈরি কলাম, স্বর্ণপত্র, অভিজাত সাজসজ্জা ও একাধিক সংগ্রহশালা। সবচেয়ে চমদপ্রদ বিষয় হচ্ছে এখানে নাটক মঞ্চায়নে ব্যবহৃত পোশাক ও মঞ্চের জন্য নান্দনিক বিভিন্ন পর্দা পাওয়া গেছে।

সম্রাট নিরো ছিলেন শিল্পপ্রাণ একজন শাসক। বিশেষ করে সংগীত, অভিনয়, খেলাধুলায় অনুরাগ ছিল তার। ৫৪ খ্রিষ্টাব্দে ১৬ বছর বয়সে ক্ষমতা লাভ করেছিলেন রোমান সম্রাট নিরো। বিদ্রোহ ও আক্রমণের শিকার হয়ে ৬৮ খ্রিষ্টাব্দে ক্ষমতাহীন হন রোমের এ শাসক। সেসময় ফাঁসির ভয়ে তিনি আত্মহত্যা করেন।

শেয়ার করুন