নিউইয়র্ক     সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

খুনি হাঙরের পেট থেকে রাশিয়ান পর্যটকের দেহাবশেষ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৩ | ০১:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: ১৪ জুন ২০২৩ | ০১:৪৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
খুনি হাঙরের পেট থেকে রাশিয়ান পর্যটকের দেহাবশেষ উদ্ধার

হাঙরের আক্রমণে নিহত রাশিয়ান পর্যটকের দেহের বিভিন্ন অংশ সেই হাঙ্গরটির পেটের ভিতরে পাওয়া গেছে। হাঙরটি ওই পর্যটককে খেয়ে ফেলার কিছুক্ষণ পরেই স্থানীয়রা তাকে হত্যা করে। মিশরের লোহিত সাগরের রিসোর্ট শহর হুরগাদা উপকূলে এ দুর্ঘটনা ঘটে।

মিশরের পরিবেশ মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার হুরগাদার কাছে টাইগার হাঙরের আক্রমণে ওই ব্যক্তির মৃত্যু হয়। ২৩ বছর বয়সী নিহত সেই পর্যটকের নাম ভ্লাদিমির পপভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বারবার আক্রমণের পর ওই ব্যক্তিকে পানির নিচে টেনে নিয়ে যায় ১০ ফুট দীর্ঘ হাঙরটি।

মর্মান্তিক সেই ঘটনার পর স্থানীয়রা হাঙরটিকে হত্যা করে। হাঙরটির পেটের ভেতর ভ্লাদিমির পপভের মাথা ও হাত সহ আরও কিছু দেহাবশেষ আবিষ্কৃত হয়। মিশরে বিশেষজ্ঞরা বর্তমানে হাঙরটিকে একটি যাদুঘরে প্রদর্শনের জন্য মমি করে রাখার ব্যবস্থা করছেন। সূত্র : ৭১ টিভি

শেয়ার করুন