নিউইয়র্ক     সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোরীয় যুদ্ধের ৭০তম বার্ষিকী : উ. কোরিয়ায় রুশ ও চীনা প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ০৮:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ০৮:৪৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
কোরীয় যুদ্ধের ৭০তম বার্ষিকী : উ. কোরিয়ায় রুশ ও চীনা প্রতিনিধি দল

পিয়ংইয়ংয়ে শোইগুকে অভ্যর্থনা, সূত্র: রয়টার্স

করোনা মহামারীর পর প্রথমবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর নেতৃত্বে মস্কোর একটি প্রতিনিধি দল উত্তর কোরিয়ায় পৌঁছেছে। কোরীয় যুদ্ধ অবসানের ৭০তম বার্ষিকীর কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিতে চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য লি হংঝংয়ের নেতৃত্বে প্রতিনিধিদলও দেশটিতে অবস্থান করছে।

উ. কোরিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সির (কেসিএনএ) প্রতিবেদনে জানা গেছে, মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় শোইগুর নেতৃত্বে তার প্রতিনিধি দল পিয়ংইয়ংয়ে পৌঁছায়। রুশ প্রতিরক্ষামন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান কোরিয়ার সামরিক কর্তারা। শোইগু বলেন, তার এই সফর দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে।

দুই দেশের প্রতিনিধি দল বৃহস্পতিবার (২৭ জুলাই) পিয়ংইয়ংয়ে বিজয় দিবসের ৭০তম বার্ষিকী উদযাপনে অংশ নেবে। বড় ধরনের সামরিক কুচকাওয়াজের পাশাপাশি অস্ত্র প্রদর্শন হবে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, কিম জং উনের প্রশাসন বড় আকারের সামরিক কুচকাওয়াজের প্রস্তুতি নিয়েছে। এ বছর মিত্র অনেক বিদেশি অতিথি অংশ নিতে পারেন। করোনা মহামারীর কারণে বিদেশিদের প্রবেশাধিকার পুরোপুরি বন্ধ ছিল। এ বছর বিধিনিষিধে শিথিলতা এনেছে পিয়ংইয়ং। করোনা ভাইরাসে দেশটির বহু মানুষের প্রাণহানি হয়েছেন। এ নিয়ে কখনও স্পষ্ট করেনি সরকার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ৭০তম বিজয় দিবসকে কেন্দ্র করে সামরিক মহড়ায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করতে পারে উত্তর কোরিয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপানসহ পশ্চিমা শক্তিগুলোকে বার্তা দিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা আরও বাড়িয়েছে এশিয়ার দেশটি। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে রাশিয়াকে গোপনে সামরিক সহায়তা দিয়েছে বলে অভিযোগ রয়েছে কিম জং উন সরকারের বিরুদ্ধে। যদিও কখনও স্বীকার করেনি তার প্রশাসন। সূত্র: আল জাজিরা, রয়টার্স।

শেয়ার করুন