নিউইয়র্ক     বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

উদ্ধার এক ব্যক্তির অনুভূতি :

‘কেয়ামত মনে হয় এমনই’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৩৯ অপরাহ্ণ | আপডেট: ০১ মার্চ ২০২৩ | ১১:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
‘কেয়ামত মনে হয় এমনই’

ছবির নিচে ক্যাপশন: এক শিশুকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। ৬ জানুয়ারি সিরিয়ার জান্দারিসে। ছবি : সংগৃহীত

তখন আমরা গভীর ঘুমে নিমজ্জিত। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি শুরু হলো। আমার স্ত্রী ও ছেলে-মেয়েরা লাফিয়ে উঠল। দিগ্বিদিক দৌড়াতে শুরু করল তারা। আমি সদর দরজাটা সবে খুললাম। আর তখনই আমাদের চারতলা ভবনটি ধসে পড়ল। এ যেন গল্পে শোনা কেয়ামতের নমুনা। কেয়ামত মনে হয় এমনই।’ খানিকটা উদ্ভ্রান্তের মতো চোখমুখ নিয়ে উত্তর-পশ্চিম সিরিয়ার আজমারিন গ্রামের বাসিন্দা ওসমান আবদেল হামিদ এভাবেই ভূমিকম্পের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছিলেন।

আবদেল হামিদ জানান, চারতলা ভবনে আরও যে কয়টি পরিবার ছিল, তাদের কেউ জীবিত নেই। তারা নিজেরাও পুরো পরিবার ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিল। কিন্তু তার এক ছেলে কোনোমতে বের হয়ে যায় এবং চিৎকার করতে করতে প্রতিবেশীদের জড়ো করে। কয়েক ঘণ্টার চেষ্টায় আবদেল হামিদের পুরো পরিবার জীবিত উদ্ধার হয়।

উদ্ধারের পর আবদেল হামিদকে স্থানীয় শহর দারকুশের একটি হাসপাতালে নেওয়া হয়। তুরস্ক সীমান্তের কয়েক মাইল দূরে এই হাসপাতালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আহত ও নিহতের সংখ্যা বাড়তে থাকে বলে উল্লেখ করা হয়েছে এএফপির এক প্রতিবেদনে। নিহতদের বড় একটা সংখ্যা শিশু।

সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের সিরিয়া সীমান্তের গাজিয়ানতেপ প্রদেশের কাহরামানমারাস শহরে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এটির ঢেউ গিয়ে লাগে প্রতিবেশী সিরিয়ায়।

প্রথমটির ৯ ঘণ্টার মাথায় ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কে। সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটের দিকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে এটি আঘাত হানে। এতে নতুন করে আরও কিছু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। প্রথম ভূমিকম্পটি সিরিয়ার বাইরের লেবানন, ইসরায়েল ও সাইপ্রাসেও অনুভূত হয়েছে।

তুরস্ক ও সিরিয়ায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেড় হাজারের বেশি লাশ উদ্ধার করা হয়েছে। আহত উদ্ধার করা হয়েছে আরও কয়েক হাজার। নিহত ও আহতের সংখ্যা মিনিটে মিনিটে বাড়ছে। সূত্র : এএফপি।

শেয়ার করুন