নিউইয়র্ক     শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কঙ্গোতে ভূমিধসে নিহত ১৭, বহু হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:২৩ পূর্বাহ্ণ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:২৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
কঙ্গোতে ভূমিধসে নিহত ১৭, বহু হতাহতের আশঙ্কা

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার দেশটির মংগালা প্রদেশের লিসাল শহরে কঙ্গো নদীর তীরে এই বিপর্যয় ঘটে। ধসে পড়া বাড়িঘর এবং ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পরে আছেন অনেকে। তাদের উদ্ধারে চলছে অভিযান। স্থানীয়রা যে যেভাবে পেরেছেন, উদ্ধারে এগিয়ে আসছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

ভারী বৃষ্টির কারণে লিসাল শহরে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। ভূমিধসের কারণে চাপা পড়েছে বহু বাড়িঘর। প্রদেশের গভর্নর সিসার লিমবায়া বাঙ্গিসা, হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিন দিনের শোক ঘোষণা করেছেন। লিমবায়া জানিয়েছেন, ধ্বংসস্তূপ সরিয়ে পুরো এলাকা পরিষ্কার করতে এবং জীবিতদের উদ্ধারে জরুরি ভিত্তিতে বিভিন্ন সরঞ্জাম প্রয়োজন।

জাতিসংঘের জলবায়ু বিশেষজ্ঞরা বলেছেন, দারিদ্র্য এবং দুর্বল অবকাঠামো এই অঞ্চলের জনগোষ্ঠীকে চরম ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

শেয়ার করুন