নিউইয়র্ক     শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এরদোয়ান-পুতিন ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩ | ১১:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ | ১১:৩৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
এরদোয়ান-পুতিন ফোনালাপ

রাশিয়ান সংবাদমাধ্যম ইন্টারফেক্সের প্রতিবেদন জানা গেছে, বুধবার (৪ জানুয়ারি) তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে ফোনালাপের পরিকল্পনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের প্রসঙ্গে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে এ তথ্য জানিয়েছে ইন্টারফেক্স। যদিও দুই দেশের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর একাধিবার ফোনে কথা বলেছেন পুতিন ও এরদোয়ান। ইউক্রেন যুদ্ধসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করেন এই দুই নেতা। সম্প্রতি ন্যাটোর সাবেক এক শীর্ষ কর্মকর্তা আভাস দিয়েছেন যে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের দিকে যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারে রাশিয়া-ইউক্রেন।

ইউক্রেন ভূখণ্ডে চলা যুদ্ধে প্রতিনিয়ত মার খাচ্ছে রুশ বাহিনী। যুদ্ধ শুরুর দিকে যে অগ্রগতি এসেছিল মস্কোর তা আবারও পুনরুদ্ধার করছে কিয়েভ। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই ঘোষণা দিয়ে রেখেছেন, যেকোনও মূল্যে ভূখণ্ড পুনরুদ্ধার করা হবে। সূত্র: আল জাজিরা

শেয়ার করুন