নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এরদোয়ানের সঙ্গে দেখা করতে তুরস্ক যাচ্ছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৩ | ০৮:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ জুলাই ২০২৩ | ০৮:৪৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
এরদোয়ানের সঙ্গে দেখা করতে তুরস্ক যাচ্ছেন জেলেনস্কি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইউক্রেনে রুশ হামলার ৫০০তম দিনের শুরুতে ইস্তাম্বুলে এ বৈঠক হতে যাচ্ছে। খবর এএফপির।

কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য পাঠানোর মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া একটি চুক্তির পাশাপাশি আগামী সপ্তাহের ন্যাটো সম্মেলনের বিষয় এরদোগানের সাথে আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এরদোগান ইউক্রেন সংঘাত নিরসনের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা একজন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী।

বিশ্লেষকরা আশা করছেন, জেলেনস্কি আগামী ১১ ও ১২ জুলাই লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে অনুষ্ঠিতব্য বৈঠকের আগে সুইডেনের ন্যাটো সদস্যপদের জন্য সবুজ সংকেত দেওয়ার ব্যাপারে এরদোগানকে চাপ দেবেন।

শেয়ার করুন