নিউইয়র্ক     শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনেই বৃটিশ প্রধানমন্ত্রীর স্ত্রী হারালেন প্রায় ৫ কোটি পাউন্ড

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩ | ০১:৫১ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ মে ২০২৩ | ০১:৫৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
একদিনেই বৃটিশ প্রধানমন্ত্রীর স্ত্রী হারালেন প্রায় ৫ কোটি পাউন্ড

বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তি সোমবার একদিনেই হারিয়েছেন প্রায় ৪ কোটি ৯০ লাখ পাউন্ড। ঋষি সুনাক প্রধানমন্ত্রী হওয়ার পর একদিনে এটাই তার সর্বোচ্চ লোকসান। এদিন ইনফোসিস লিমিটেডের শেয়াদের দর পতনের ফলে অক্ষতা ওই পরিমাণ অর্থ হারান। এ খবর দিয়েছে অনলাইন দ্য ইকোনমিক টাইমস। ইনফোসিস কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা অক্ষতা মূর্তির পিতা নারায়ণ মূর্তি। একে বলা হয় ভারতীয় সফওয়্যারের জায়ান্ট কোম্পানি। এতে অক্ষতার আছে শতকরা ০.৯৪ ভাগ শেয়ার। কোম্পানিটি সোমবার ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান বিষয়ে নেতিবাচক নির্দেশিকা দেয়। এর ফলে এদিন ব্রোকাররা নিম্নমুখী অবস্থান নেন। এর শেয়ারের দাম শতকরা ৯.৪ ভাগ নিয়ে এদিন কোম্পানিটির শেয়ার কেনাবেচা বন্ধ করে দেয়া হয়।

২০২০ সালের মার্চের পর এটাই সর্বোচ্চ দরপতন। যদিও এই লোকসান সুনাক পরিবারের সম্পদের ভগ্নাংশমাত্র। তবু অক্ষতা মূর্তি এখনও কমপক্ষে ৪৫ কোটি পাউন্ডের মালিক। জীবনধারণের সংকটের মধ্যে সাধারণ বৃটিশ এবং প্রধানমন্ত্রীর পরিবারের মধ্যে কতটা ব্যবধান তা বেশ জোরালোভাবে ফুটিয়ে তোলে এ চিত্র। এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি ঋষি সুনাকের অফিস।

অক্ষতা মূর্তির সম্পদ এবং এর বাইরে থেকে তার ‘ইন্টারেস্ট’ বা সুবিধা তার স্বামী ঋষি সুনাকের রাজনৈতিক ক্যারিয়ারের ওপর বার বার প্রভাব ফেলছে। গত বছর এটা প্রকাশ হয়ে পড়ে যে, অক্ষতা অনাবাসিক মর্যাদা ধারণ করেন। বিদেশ থেকে যে আয় করেন তার বিপরীতে তিনি বৃটেনে ট্যাক্স দেন না। তবে অক্ষতা দাবি করেছেন তার সবটা আয়ই বৈধ। তা সত্ত্বেও তিনি ওইসব বিদেশি আয়ের বিরপরীতে বৃটেনে ট্যাক্স দেয়া শুরু করেছেন।

সুমি-পরিচয়

শেয়ার করুন