নিউইয়র্ক     রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলার জন্য ইসরায়েল প্রস্তুত’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২ | ১০:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ | ১০:৫৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
‘ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলার জন্য ইসরায়েল প্রস্তুত’

ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলার জন্য ইসরায়েল প্রস্তুত রয়েছে। মঙ্গলবার এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের সেনাপ্রধান আভিভ কোচাভি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

আভিভ কোচাভি বলেন, ‘ইরানে অভিযানের প্রস্তুতির মাত্রা নাটকীয়ভাবে উন্নত হয়েছে।’ সেনাবাহিনীকে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যে মিশন দেওয়া হয়েছে সেটি বাস্তবায়ন করা হবে।’

আভিভ কোচাভি বলেন, সিরিয়ায় ‘হাজার হাজার শিয়া মিলিশিয়া’ মোতায়েনের পাশাপাশি দেশটিতে শত শত ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চায় ইরান। তিনি বলেন, ইরান সিরিয়ায় আরেকটি হিজবুল্লাহ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছিল। তবে তাদের এমন পরিকল্পনায় বাগড়া দিতে সমর্থ হয়েছে ইসরায়েল। ইসরায়েলের দীর্ঘদিনের অভিযোগ, সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার সীমান্তের কাছাকাছি সিরীয় এলাকায় স্থায়ী সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা করতে চায় ইরান।

শেয়ার করুন